WB Caste Certificate Correction 2025: SC/ST/OBC সার্টিফিকেটে নিজের নাম ভুল রয়েছে কিংবা বাবার নাম ভুল রয়েছে, তাহলে জেনে নিন কিভাবে Cast Certificate ভুল সংশোধন (Cast Certificate Correction) করবেন। আপনার কাস্ট সার্টিফিকেট হাতে লেখা হোক বা ডিজিটাল – নাম বা বাবার নাম ভুল থাকলে তা অবশ্যই সংশোধন করতে হবে।
সব খবর
SC/ST/OBC সার্টিফিকেটের গুরুত্ব আমরা সবাই জানি। চাকরির সংরক্ষণ থেকে শুরু করে কলেজে ভর্তি – সব জায়গাতেই এই নথি অত্যন্ত প্রয়োজনীয়। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি স্কলারশিপের টাকাও পেতে গেলে লাগবে এই সার্টিফিকেট। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই, যখন কাস্ট সার্টিফিকেটে নিজের নাম বা বাবার নাম ভুল থাকে। এমন পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই আবেদন বাতিল হয়ে যায় কিংবা বাড়তি ঝামেলায় পড়তে হয়। তাই কোনো অসুবিধায় না পড়তে চাইলে কাস্ট সার্টিফিকেটে থাকা ভুল নাম দ্রুত সংশোধন করানো অত্যন্ত জরুরি।
তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনে, কিভাবে Caste Certificate এর মধ্যে থাকা নিজের ভুল নাম সংশোধন (Cast Certificate Name Correction) করবেন। পাশাপাশি বাবার নাম ভুল থাকলে সংশোধন (Caste Certificate Father Name Correction) কিভাবে করতে হবে। এরজন্য কি কি ডকুমেন্টস এর দরকার পরবে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।
সব খবর
WB Caste Certificate Correction 2025
SC/ST/OBC Certificate Name Correction Documents Required / SC/ST/OBC সার্টিফিকেটে নাম ভুল সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) আবেদন পত্র / দরখাস্ত
২) আধার কার্ড
৩) ভোটার কার্ড
৪) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক এডমিট কার্ড
৫) অরিজিনাল কাস্ট সার্টিফিকেট (যেটি সংশোধন করতে চান)
৬) ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৭) Domicile সার্টিফিকেট (SDO) অথবা Residential Certificate (BDO)
SC/ST/OBC Certificate Father Name Correction Documents Required / SC/ST/OBC সার্টিফিকেটে বাবার নাম ভুল সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) দরখাস্ত / আবেদন পত্র
২) আধার কার্ড
৩) ভোটার কার্ড
৪) জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক এডমিট কার্ড
৫) অরিজিনাল কাস্ট সার্টিফিকেট
৬) ১ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো
৭) Domicile Certificate (SDO) অথবা Residential Certificate (BDO)
৮) বাবার একটি ডকুমেন্ট – ভোটার কার্ড / আধার কার্ড / রেশন কার্ড।
কাস্ট সার্টিফিকেটে নিজের নাম ও বাবার নাম ভুল সংশোধন পদ্ধতিঃ
জাতিগত শংসাপত্রে যদি নিজের নাম বা বাবার নাম ভুল থাকে, তবে সেটি অবশ্যই অফলাইনে সংশোধন করতে হবে। এজন্য প্রথমে একটি দরখাস্ত লিখতে হবে—নিজের নাম ভুল থাকলে কিভাবে লিখবেন আর বাবার নাম ভুল থাকলে কিভাবে লিখবেন, তার নমুনা দরখাস্তের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এরপর প্রয়োজনীয় নথি (যেমন আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সনদ/মাধ্যমিক এডমিট কার্ড, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ইত্যাদি) সহ নিকটবর্তী BDO বা SDO অফিসে জমা করতে হবে। আবেদন জমা দেওয়ার কয়েকদিন পর অফিসে যোগাযোগ রাখুন, সার্টিফিকেটে সংশোধন হয়ে গেলে সেটি আপনি অনলাইনে যেমন ডাউনলোড করতে পারবেন, তেমনি চাইলে সরাসরি অফিস থেকেও সংগ্রহ করতে পারবেন।
SC/ST/OBC Certificate Father Name Correction Letter Format: Download
SC/ST/OBC Name Correction Letter Format : Download
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |