সারা দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য নতুন বছরে আরও একটি সুখবর। ভারতীয় ডাক বিভাগ India Post GDS Recruitment 2026 নোটিফিকেশন প্রকাশ করেছে সম্প্রতি। মোট ৩০ হাজার শূন্যপদে হবে নিয়োগ সারা দেশে। পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি ৯০০ টিরও বেশি। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। নিয়োগ হবে নিজ এলাকায়।
WB GDS Recruitment 2026
এই India Post GDS Recruitment 2026-এ মূলত দু’টি পদে নিয়োগ করা হবে— ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM)। পশ্চিমবঙ্গের জন্য মোট বরাদ্দ করা হয়েছে প্রায় ৯০০টিরও বেশি শূন্যপদ। বিভাগভিত্তিক শূন্যপদের হিসাব অনুযায়ী, UR ক্যাটাগরিতে ৪২০টি, OBC-তে ১৯৪টি, SC-তে ১৯১টি, ST-তে ৫৩টি, EWS-এ ৫২টি এবং PwD ক্যাটাগরিতে ১৭টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে— SC ও ST প্রার্থীরা পাবেন ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwD প্রার্থীরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বয়স ছাড়। পাশাপাশি, যেহেতু নিয়োগ হবে নিজ নিজ এলাকায়, তাই স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা জানা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা
BPM হিসেবে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত রেঞ্জ থাকতে পারে। সাধারণ GDS/ ABPM হিসেবে মাসিক বেতন 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত হতে পারে।
WB GDS Recruitment আবেদন প্রক্রিয়া
১) আবেদন করতে হলে প্রার্থীদের Official website — indiapostgdsonline.gov.in এ যেতে হবে।
২) নিজস্ব রাজ্য অথবা সার্কেল নির্বাচন করতে হবে।
৩) REGISTER বাটনে ক্লিক করে নিজের নাম, ফোন নম্বর, ইমেইল ডেট অব বার্থ একটা ইত্যাদি দিলে ফোনে ওটিপি যাবে।
৪) এরপর ওটিপি ভেরিফাই হলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।
৫) APPLY NOW বাটন এ ক্লিক করে এপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
৬) Next করে ডকুমেন্টস আপলোড করতে হবে।
৭) আবার Next করে এপ্লিকেশন ফি (সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য বিনামূল্যে) সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি জরুরি নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচার, মাধ্যমিকের মার্কশিট, বৈধ সচিত্র পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার আইডি বা প্যান কার্ড। যাঁরা সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত, তাঁদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জমা দিতে হবে। এছাড়াও মেডিকেল সার্টিফিকেট ও জন্মতারিখের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক। সব নথি ঠিকঠাক থাকলে আবেদন প্রক্রিয়ায় কোনও সমস্যায় পড়তে হবে না।
| বিষয় | তারিখ / অবস্থা |
|---|---|
| নোটিফিকেশন প্রকাশ | এখনো প্রকাশ হয়নি (সম্ভাব্য জানুয়ারির শেষে) |
| আবেদন শুরু | জানুয়ারি ২০২৬ |
| আবেদন শেষ | ফেব্রুয়ারি ২০২৬ |







