অবশেষে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বিভাগের তরফে জারি হল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। জেলার বিভিন্ন দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। যোগ্য প্রার্থীরা সরাসরি জেলার অফিসিয়াল ওয়েবসাইট jalpaiguri.gov.in-এ গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন (WB Govt Job 2025)। সেখানে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ রয়েছে।
জলপাইগুড়িতে চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য দারুণ সুযোগ! ন্যাশনাল হেলথ মিশনের অধীনে জারি হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মোট ৪৮টি শূন্যপদে কর্মী নেওয়া হবে (WB Govt Job 2025)। সমস্ত পদেই চুক্তিভিত্তিক (Contractual) নিয়োগ হবে। নিয়োগ হবে অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজ়ার-সহ মোট ২৮টি ভিন্ন পদে।
পদ অনুযায়ী বেতন নির্ধারিত — মাসে ₹৫,০০০ থেকে ₹৬৫,০০০ পর্যন্ত পাওয়া যাবে, কিছু পদের ক্ষেত্রে দৈনিক বেতনও নির্ধারিত। প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর, এবং সর্বাধিক বয়সসীমা নির্ভর করবে সংশ্লিষ্ট পদের উপর। যোগ্যতা ও অন্যান্য শর্ত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই দেখে নিতে হবে।
আবেদন করবেন কী ভাবে? (WB Govt Job 2025)
জলপাইগুড়ি জেলার এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের যেতে হবে জেলার অফিসিয়াল ওয়েবসাইট jalpaiguri.gov.in-এ। ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকেই পাওয়া যাবে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মনে রাখবেন, ২৫ নভেম্বর ২০২৫-এর মধ্যে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা, ও প্রয়োজনীয় শর্তাবলি জানতে জেলা প্রশাসনের ওয়েবসাইটটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সব খবর
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


