পুরুলিয়ার স্বাস্থ্য দফতরে নিয়োগ! কোথায় ও কীভাবে আবেদন করবেন?

পুরুলিয়ার স্বাস্থ্য দফতরে নিয়োগ: পুরুলিয়ার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে (WB Govt Job Recruitment)। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সব নিয়োগই হবে চুক্তিভিত্তিক। এই পদগুলিতে আবেদন করতে পারবেন শুধু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এবং স্থানীয় ভাষায় যাঁরা দক্ষ। পুরো আবেদন প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন করা যাবে, তাই আগ্রহীরা ঘরে বসেই সহজে আবেদন করতে পারবেন।

পুরুলিয়ার স্বাস্থ্য দফতরে নিয়োগ (WB Govt Job Recruitment )

জেলায় মোট ৬৫টি শূন্যপদে যোগ প্রশিক্ষক, আয়ুষ চিকিৎসক, মাল্টিপারপাস ওয়ার্কার, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ-ডি ও অ্যাকাউন্ট্যান্ট— এই ছয়টি পদে কর্মী নিয়োগ করা হবে। পদভেদে আবেদনকারীদের জন্য বয়সসীমা নির্ধারিত হয়েছে ৪০, ৫০ বা ৬২ বছর, তবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। নির্বাচিত কর্মীরা মাসে সর্বনিম্ন প্রায় ৫,০০০ টাকা থেকে সর্বাধিক প্রায় ৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হতে হবে এবং কম্পিউটার চালনায় যথেষ্ট দক্ষতা থাকা জরুরি। অন্য পদগুলির ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড আলাদা— যেমন যোগ প্রশিক্ষকের জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষণের সার্টিফিকেট, আয়ুষ চিকিৎসকের ক্ষেত্রে AYUSH ডিগ্রি, আর মাল্টিপারপাস ওয়ার্কার, গ্রুপ-ডি বা অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রেও পৃথক শিক্ষাগত ও দক্ষতার শর্ত প্রযোজ্য হবে।

চাকরিপ্রার্থীরা পুরুলিয়ার স্বাস্থ্য দফতরে নিয়োগ সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেই আবেদনপত্র জমা দিতে পারবেন। মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ ১৬ ডিসেম্বর। কোন পদের জন্য কী যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা বা অন্যান্য শর্তাবলি— সবই মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ আছে। তাই আবেদন করার আগে অবশ্যই সেই বিজ্ঞপ্তিটি একবার দেখে নেওয়া জরুরি।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -