WB HS Admit Card: ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা, যা ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম ধাপ হিসেবে গণ্য হবে। এইবারই প্রথমবার নতুন নিয়ম ও নতুন প্রশ্নপত্রের প্যাটার্নে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাই ছাত্রছাত্রীদের জন্য এটি বিশেষ গুরুত্বের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) পরীক্ষার এডমিট কার্ড বিতরণ শুরু করেছে। পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড পাওয়ার পর নাম, রোল নম্বর, বিষয়, পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি সঠিকভাবে মিলে গেছে কি না তা খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং পরীক্ষার ধাপ কেমন হবে, তা নিয়েও বিস্তারিত জানা প্রয়োজন। আজকের প্রতিবেদনে সেই সমস্ত তথ্য ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।
WB HS Admit Card
WBCHSE HS 3rd Semester Admit Card 2026
নতুন সেমিস্টার সিস্টেমে শুধু পরীক্ষা নয়, এডমিট কার্ড বিতরণের নিয়মেও এসেছে বড় পরিবর্তন। এবার থেকে সংসদের তরফে আর কোনো ফিজিকাল কপি ডাকযোগে আসবে না, বরং সংসদের অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনে এডমিট কার্ড ইস্যু করা হচ্ছে—যেমনটা আমরা চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দেখে থাকি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে: ছাত্রছাত্রীরা নিজেরা সরাসরি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। স্কুল কর্তৃপক্ষই সংসদের ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট দেবেন পরীক্ষার্থীদের হাতে। আর মনে রাখতে হবে, এডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসা যাবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল থেকে এডমিট কার্ড সংগ্রহ করা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি।
কিভাবে এডমিট কার্ড পাওয়া যাবে?
পরীক্ষার্থীরা তাঁদের নিজ নিজ বিদ্যালয় (School) থেকে এডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (Head of the Institution) কর্তৃক সিল (Seal) এবং স্বাক্ষরিত (Countersigned) এডমিট কার্ডই বৈধ বলে গণ্য হবে।
বিষয় | বিস্তারিত তথ্য |
---|---|
অ্যাডমিট কার্ড ইস্যু (অনলাইন) | ২০ আগস্ট (WBCHSE অফিসিয়াল পোর্টাল) |
স্কুল থেকে অ্যাডমিট কার্ড বিতরণ | ২১ আগস্ট থেকে এক সপ্তাহের মধ্যে |
পরীক্ষা শুরু | ৮ই সেপ্টেম্বর ২০২৫ |
পরীক্ষার সময় | সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট |
রিপোর্টিং টাইম | সকাল ৯টা (এক ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে) |
পরীক্ষার হলে নেওয়ার জিনিস | – রেজিস্ট্রেশন সার্টিফিকেট – ট্রান্সপারেন্ট জ্যামিতি বক্স – ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড – ট্রান্সপারেন্ট বোতল – পেন্সিল, ইরেজার, স্কেল – শুধুমাত্র নীল/কালো বল পেন বা ডট পেন |
কী কী বিষয় মিলিয়ে নিতে হবে? এডমিট কার্ডের তথ্য ও পরীক্ষার সেন্টার
এডমিট কার্ড হাতে পাওয়ার পর পরীক্ষার্থীদের শুধু রেখে দেওয়া নয়, ভালোভাবে একবার খুঁটিয়ে দেখা খুবই জরুরি। প্রথমেই নিজের নাম ঠিক আছে কি না সেটা মিলিয়ে নিন। এরপর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই দেখে নিন, কারণ এগুলোর ভিত্তিতেই আপনার সিট ঠিক হবে পরীক্ষাকেন্দ্রে। নির্বাচিত বিষয় বা সাবজেক্ট কম্বিনেশনও সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। পরীক্ষার কেন্দ্রের নাম ও পূর্ণ ঠিকানা পরিষ্কারভাবে লেখা আছে কি না, সেটাও দেখে নিন। সবশেষে বিদ্যালয়ের সিল ও প্রধান শিক্ষকের স্বাক্ষর আছে কি না, সেটা অবশ্যই চেক করবেন—এটা বাধ্যতামূলক। আর যদি কোথাও কোনো ভুল বা অসঙ্গতি চোখে পড়ে, সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে সময়মতো সমস্যার সমাধান করা যায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |