Saturday, April 19, 2025
36.7 C
Kolkata

JKNews24 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

কম খরচে লাভজনক ব্যবসা:...

কম খরচে লাভজনক ব্যবসা: বর্তমান সময়ে বেকারত্ব যেন বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।...

LIC-র নতুন স্কিম! মাত্র...

LIC-র নতুন স্কিম: মাত্র 1 হাজার টাকা করে জমিয়ে মেয়েকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার...

UPI সেবা বন্ধ হবে?...

UPI সেবা বন্ধ হবে: আপনি যদি নিয়মিত UPI ব্যবহার করেন, তাহলে এই খবর...

SBI Asmita Scheme: কম...

SBI Asmita Scheme: মহিলাদের জন্য দারুণ সুখবর! নারী দিবসের আবহে দেশের বৃহত্তম সরকারি...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

এয়ারপোর্টে চাকরি! ৪০ হাজার টাকা বেতনে এক্সিকিউটিভ পদে নিয়োগ

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে উচ্চ মর্যাদাসম্পন্ন এবং আকর্ষণীয় বেতনের একটি চাকরি (AAI Recruitment 2025) খুজছেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। সম্প্রতি...
Homeচাকরি খবরWb Peon Recruitment: অষ্টম শ্রেণী পিয়ন নিয়োগ শুরু, বিনামূল্যে আবেদন করুন

Wb Peon Recruitment: অষ্টম শ্রেণী পিয়ন নিয়োগ শুরু, বিনামূল্যে আবেদন করুন

Wb Peon Recruitment: অষ্টম শ্রেণী পাশ করলেই এবার রাজ্যের কৃষি বিভাগে চাকরির সুযোগ, আর লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হতে পারে নিয়োগ! রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য এটি বেশ বড়ো সুখবর। বিশেষত যাঁরা ন্যূনতম স্কুল পাশ যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির সন্ধানে আছেন, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য সরকারের কৃষি গবেষণা কাজের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ এসেছে! সম্প্রতি এই পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যাঁরা এই চাকরির জন্য আবেদন করতে আগ্রহী, তাঁরা নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আজকের প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।

Wb Peon Recruitment 2024 পদের নাম

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের অধীনস্থ এই বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজের জন্য পিওন পদে কর্মী নিয়োগ করা হবে।

পিওন পদে কর্মী নিয়োগ বয়সসীমা

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের বয়স অবশ্যই ন্যূনতম ১৮ বছর হতে হবে। তবে সর্বোচ্চ বয়সের কোনও সীমা নেই, তাই যেকোনো বয়সের প্রার্থী, যিনি এই কাজের জন্য শারীরিকভাবে সক্ষম, আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৯,০৩৪ টাকা বেতন দেওয়া হবে, যা রাজ্য সরকারের বেতন কমিশন অনুযায়ী নির্ধারিত। তবে, সরকারি নিয়ম অনুযায়ী এই বেতনের বাইরে অতিরিক্ত কোনো সুবিধা প্রার্থীরা পাবেন না।

শিক্ষাগত যোগ্যতা: যে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চান, তাদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাশের যোগ্যতা থাকতে হবে এবং এটি হতে হবে যেকোনো সরকারি বা সরকারি স্বীকৃত স্কুল থেকে। বিশেষত, যাদের সরকারি বা সরকারি সংস্থায় কৃষি সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা আছে, তারা নিয়োগের ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার পাবেন।

পিওন পদে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি

পিওন পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ার জন্য আলাদাভাবে অনলাইন বা অফলাইনে আবেদন করার দরকার নেই। আবেদনকারীরা ইন্টারভিউর দিন সরাসরি নির্দিষ্ট ঠিকানায় এসে উপস্থিত হতে পারেন, সঙ্গে আনতে হবে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট।

আবেদনপত্র ডাউনলোড করতে প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন, অথবা এই প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকেও আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন। বিজ্ঞপ্তির শেষে প্রস্তাবিত আবেদনপত্রটি যুক্ত আছে, যা সহজেই ডাউনলোড করা যাবে।

আবেদন ফি: এই নিয়োগের জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না। আগ্রহী প্রার্থীরা একদম বিনামূল্যে এই পদে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। অর্থাৎ, চাকরির জন্য আবেদন করতে আপনাকে কোনো অতিরিক্ত খরচ করতে হবে না।

পিওন পদে কর্মী নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা এবং দক্ষতা যাচাইয়ের পর যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।

ইন্টারভিউর তারিখ: এই নিয়োগের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর, ২০২৪। ইন্টারভিউতে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের সকাল ১১টার মধ্যে নিচে দেওয়া ঠিকানায় পৌঁছাতে হবে। ইন্টারভিউয়র জন্য যথাসময়ে উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ, তাই আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখুন।

ইন্টারভিউর ঠিকানা: DEE Building, Ground Floor, Bidhan Chandra Krishi Viswavidyalay, Mohanpur, Nadia, West Bengal – 741252

লিঙ্কঅ্যাকশন
অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now