CSC ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের অধীনে পশ্চিমবঙ্গের বিভিন্ন আধার সেবা কেন্দ্রে (ASK) আধার অপারেটর / সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক, যা রাজ্যের প্রতিটি জেলায় করা হবে। যারা আধার পরিষেবায় কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
আধার অপারেটর/সুপারভাইজার পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে প্রার্থীদের স্থানীয় আধার সেবা কেন্দ্রে কাজ করার সুযোগ থাকবে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে প্রার্থীদের, মাসিক বেতন কত টাকা করে,আধার অপারেটর/সুপারভাইজার পদে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।
এই পদে আবেদন করার জন্য, আবেদন কারী প্রার্থীদের বয়স থাকতে হবে কমপক্ষে 18 বছর বয়সের মধ্যে।
আধার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বেতন সম্পর্কে নির্দিষ্ট করে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। অর্থাৎ, বেতন কত টাকা হবে, তা নিয়োগকারী সংস্থা পরবর্তীতে নির্ধারণ করবে বা চুক্তির ভিত্তিতে স্থির করা হবে।
আধার অপারেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ অথবা মাধ্যমিক পাশের সাথে 2 বছরের ITI অথবা মাধ্যমিক পাশের সাথে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া, প্রার্থীদের UIDAI দ্বারা অনুমোদিত পরীক্ষা ও প্রত্যয়নকারী সংস্থা থেকে আধার অপারেটর/সুপারভাইজার শংসাপত্র এবং প্রাথমিক কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এজন্য প্রথমে cscspv.in এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর “Career” অপশনে ক্লিক করুন। তারপর “West Bengal Aadhaar Supervisor/Operator” এর পাশে থাকা “Apply Now” বাটনে ক্লিক করুন এবং সঠিকভাবে আবেদন ফর্মটি পূর্ণ করুন। আবেদনের শেষ তারিখ ৩০/১১/২০২৪।
West Bengal Aadhaar Supervisor/Operator Recruitment Notification 2024 | Download |
---|---|
West Bengal Aadhaar Supervisor/Operator Job Online Apply Link 2024 | Apply |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |