Wb Peon Recruitment: অষ্টম শ্রেণী পাশ করলেই এবার রাজ্যের কৃষি বিভাগে চাকরির সুযোগ, আর লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হতে পারে নিয়োগ! রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য এটি বেশ বড়ো সুখবর। বিশেষত যাঁরা ন্যূনতম স্কুল পাশ যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির সন্ধানে আছেন, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
রাজ্য সরকারের কৃষি গবেষণা কাজের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ এসেছে! সম্প্রতি এই পদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যাঁরা এই চাকরির জন্য আবেদন করতে আগ্রহী, তাঁরা নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য আজকের প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।
Table of Contents
Wb Peon Recruitment 2024 পদের নাম
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের অধীনস্থ এই বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজের জন্য পিওন পদে কর্মী নিয়োগ করা হবে।
পিওন পদে কর্মী নিয়োগ বয়সসীমা
এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের বয়স অবশ্যই ন্যূনতম ১৮ বছর হতে হবে। তবে সর্বোচ্চ বয়সের কোনও সীমা নেই, তাই যেকোনো বয়সের প্রার্থী, যিনি এই কাজের জন্য শারীরিকভাবে সক্ষম, আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৯,০৩৪ টাকা বেতন দেওয়া হবে, যা রাজ্য সরকারের বেতন কমিশন অনুযায়ী নির্ধারিত। তবে, সরকারি নিয়ম অনুযায়ী এই বেতনের বাইরে অতিরিক্ত কোনো সুবিধা প্রার্থীরা পাবেন না।
শিক্ষাগত যোগ্যতা: যে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চান, তাদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাশের যোগ্যতা থাকতে হবে এবং এটি হতে হবে যেকোনো সরকারি বা সরকারি স্বীকৃত স্কুল থেকে। বিশেষত, যাদের সরকারি বা সরকারি সংস্থায় কৃষি সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা আছে, তারা নিয়োগের ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার পাবেন।
পিওন পদে কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি
পিওন পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ার জন্য আলাদাভাবে অনলাইন বা অফলাইনে আবেদন করার দরকার নেই। আবেদনকারীরা ইন্টারভিউর দিন সরাসরি নির্দিষ্ট ঠিকানায় এসে উপস্থিত হতে পারেন, সঙ্গে আনতে হবে পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট।
আবেদনপত্র ডাউনলোড করতে প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন, অথবা এই প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকেও আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন। বিজ্ঞপ্তির শেষে প্রস্তাবিত আবেদনপত্রটি যুক্ত আছে, যা সহজেই ডাউনলোড করা যাবে।
আবেদন ফি: এই নিয়োগের জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না। আগ্রহী প্রার্থীরা একদম বিনামূল্যে এই পদে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। অর্থাৎ, চাকরির জন্য আবেদন করতে আপনাকে কোনো অতিরিক্ত খরচ করতে হবে না।
পিওন পদে কর্মী নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা এবং দক্ষতা যাচাইয়ের পর যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।
ইন্টারভিউর তারিখ: এই নিয়োগের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর, ২০২৪। ইন্টারভিউতে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের সকাল ১১টার মধ্যে নিচে দেওয়া ঠিকানায় পৌঁছাতে হবে। ইন্টারভিউয়র জন্য যথাসময়ে উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ, তাই আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখুন।
ইন্টারভিউর ঠিকানা: DEE Building, Ground Floor, Bidhan Chandra Krishi Viswavidyalay, Mohanpur, Nadia, West Bengal – 741252
লিঙ্ক | অ্যাকশন |
---|---|
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |