নভেম্বরের শুরুতে যে দাপট নিয়ে ঠাণ্ডা (Weather Update) দক্ষিণবঙ্গে নেমে এসেছিল, ঘূর্ণিঝড়ের দাপটে সেই শীত যেন হাওয়া হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল, এবারের মতো শীত বুঝি শেষ! কিন্তু ডিসেম্বরের দোরগোড়ায় দাঁড়িয়েই ফিরল সেই বহুল প্রতীক্ষিত খবর। হাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ফের নামতে শুরু করবে পারদ, আর রাতের তাপমাত্রায় মিলবে স্পষ্ট শীতের ইঙ্গিত। শীতপ্রেমীরা যেই অপেক্ষায় ছিলেন, সেই শীতই নাকি এবার ধীরে ধীরে জাঁকিয়ে জায়গা করে নেবে রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে সকাল–সন্ধ্যায় শিরশিরে হাওয়া বইবে, আর কয়েকদিনের মধ্যেই সকালের কুয়াশাও বাড়বে বলে পূর্বাভাস।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দেতোয়া। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। খুব শীঘ্রই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর কোনো প্রভাব বাংলায় পড়বে না। এবার শীত প্রেমীদের জন্য দুঃখের খবর পাওয়া গেল। জানা গিয়েছে ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রার গড় বেশি থাকতে পারে। তবে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও আশা নেই এ রাজ্যে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন বলছে, আজ মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক আর শীতল আবহাওয়া তৈরি থাকবে। আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী চার দিন রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামার সম্ভাবনা রয়েছে, মানে পারদ যাবে স্বাভাবিকের নীচে। পশ্চিমের জেলাগুলোতেও ঠান্ডার আঁচ আরও স্পষ্ট হবে। উইকেন্ডে, অর্থাৎ শুক্র ও শনিবার কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমের জেলায় তা আরও কমে পৌঁছতে পারে ১১ ডিগ্রিতে। আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে, তবে ভোরবেলা ও রাতে বাড়বে কুয়াশার দাপট।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও থাকছে শীতের মনোরম আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই—সব জায়গাতেই শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। ভোরবেলা ও রাতে শীতের অনুভূতি মিললেও দিনের বেলায় ঠান্ডার দাপট কিছুটা কমবে। তাপমাত্রার ওঠানামার জেরে আগামী দু’-তিন দিন বেশ কয়েকটি এলাকায় কুয়াশা দেখা দেবে, বিশেষ করে ভোরের দিকে কুয়াশার মাত্রা থাকবে বেশি। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। তবে ভালো খবর হল—এতে বিপদ বা বড় কোনও দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হবে না।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
