X প্ল্যাটফর্মে বড় পদক্ষেপ: ভারত-পাকিস্তান পরিস্থিতি ঘিরে যখন দেশজুড়ে চরম উত্তেজনা, ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে ভারত সরকারের তরফে ৮,০০০-এরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ এসেছে। এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়ো খবর ছড়ানো, গুজব রটানো এবং সমাজে বিভ্রান্তি তৈরি করছে। এমন পরিস্থিতিতে সরকারের কড়া নজরদারির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম এক মানবিক ও উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরে এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভারত সরকারের কাছ থেকে একটি নির্বাহী আদেশ পেয়েছে, যেখানে ৮ হাজারেরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্স বলেছে, তারা সরকার থেকে এই নির্দেশ আনুষ্ঠানিকভাবে পেয়েছে, এবং যদি তা না মানে, তাহলে ভারতে এক্স-এর কর্মীদের বিরুদ্ধে জেল অথবা জরিমানার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।
সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই নির্দেশে যেসব অ্যাকাউন্ট ব্লক করার কথা বলা হয়েছে, তার মধ্যে বহু পরিচিত ব্যক্তিত্ব ও সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে। ফলে বাকস্বাধীনতা ও তথ্যপ্রবাহের ওপর এর প্রভাব নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এক্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আইনি বাধ্যবাধকতার কারণে নির্দেশ মানতে বাধ্য, তবে তারা বিষয়টি স্বচ্ছতার সঙ্গে সামনে আনার চেষ্টা করছে।
এক্স তাদের বিবৃতিতে জানিয়েছে, “বেশিরভাগ ক্ষেত্রে ঠিক কী কারণে অ্যাকাউন্টগুলো বন্ধ করতে বলা হয়েছে, তা জানানো হয়নি।” তারা আরও বলেছে, “আমরা সরকারের সাথে একমত নই। কোনো পোস্ট না দেখে পুরো অ্যাকাউন্ট বন্ধ করা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যায়।”
তবে, এক্স আরও স্পষ্ট করে জানিয়েছে, ভারতীয় ব্যবহারকারীদের জন্য তাদের প্ল্যাটফর্ম চালু রাখার জন্য এই নির্দেশ মানতে হয়েছে। এক্স, বন্ধ হওয়া অ্যাকাউন্টের ব্যবহারকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে, যাতে তারা ন্যায্য বিচার পেতে পারেন এবং নিজেদের অধিকার রক্ষা করতে পারেন।