সোনা শুধু অলংকার নয়, অনেকের কাছে এটি নিরাপত্তারও প্রতীক। সাধারণত আমরা মনে করি ব্যাঙ্ক বা লকারে সোনা রাখলেই সেটি পুরোপুরি সুরক্ষিত। কিন্তু বর্তমানে যেভাবে সোনার দাম বাড়ছে, সেখানে লকারে ফেলে রেখে দিলে তো কোনো লাভই হয় না! তাই এখন অনেক বিনিয়োগকারী নতুন পথে হাঁটছেন—গোল্ড লিজিং (Gold Leasing) । এখানে সোনা ভাড়া দিয়ে বছরে ১% থেকে ৭% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়, যা অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠছে। নিশ্চয়ই ভাবছেন—গোল্ড লিজিং আসলে কী, কীভাবে কাজ করে, আর কীভাবে আপনি সোনা এখানে রাখতে পারবেন? সে সব জানতেই পড়ে ফেলুন পুরো প্রতিবেদনটি।
কী এই গোল্ড লিজিং? (Gold Leasing)
ধরুন, আপনার কাছে কিছু সোনা আছে—কিন্তু এখনই তা বিক্রি করতে চান না। আবার লকারে রেখে দিলেও তো কোনো লাভ হচ্ছে না। ঠিক এই পরিস্থিতিতেই কাজে আসে গোল্ড লিজিং। এই পদ্ধতিতে আপনি আপনার সোনা জুয়েলার, রিফাইনারি বা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছে ভাড়া দিতে পারেন। যাদের গয়না বানানোর জন্য, কিংবা রিফাইনারিতে প্রসেসিংয়ের জন্য সোনার প্রয়োজন হয়, তারা এই সোনা ব্যবহার করে। এমনকি আন্তর্জাতিক ইনভেন্টরি ম্যানেজমেন্টেও এটি কাজে লাগে। আর এর বিনিময়ে আপনি পান নগদ টাকা বা সোনার আকারে সুদ—যেটাই বেছে নেন। এই পুরো ব্যবস্থাকেই বলা হয় গোল্ড লিজিং।
কীভাবে আয় হবে?
স্বাভাবিক ও মানবিক টোনে আপনার অনুচ্ছেদটি এখানে সুন্দরভাবে পরিবেশন করা হলো—
সোনা লিজিংয়ে সাধারণত বছরে ১% থেকে ২% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। তবে বাজারে সোনার চাহিদা বেড়ে গেলে এই রিটার্ন ৫% থেকে ৬% পর্যন্তও উঠে যেতে পারে। কিছু কিছু বিশেষ পরিস্থিতিতে রিটার্ন ৭% ছুঁয়েও যায়। অর্থাৎ, সোনা আপনার কাছেই থাকবে, মালিকানাও আপনারই—কেবল লকারে ফেলে রাখার বদলে অতিরিক্ত আয় করার সুযোগ তৈরি হবে। সেই কারণেই এখন অনেক বিনিয়োগকারী ভল্টে সোনা আটকিয়ে না রেখে লিজিংয়ের দিকে ঝুঁকছেন।
বিশ্বজুড়ে আজ সবচেয়ে বেশি সোনা লিজিংয়ের লেনদেন হচ্ছে London OTC, LBMA এবং COMEX-এর মতো প্ল্যাটফর্মে। ভারতেও ধীরে ধীরে এই পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। অনেক বড় জুয়েলারি কোম্পানি এবং রিফাইনারি সরাসরি সোনা লিজিং অফার করছে। পাশাপাশি ডিজিটাল সোনা প্ল্যাটফর্ম RSBL বা Gullak-এও সোনা রেখে লিজিংয়ের সুবিধা নেওয়া যায়। আর ব্যাঙ্কের ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’-এ সোনা জমা রাখলে সেখান থেকেও সুদ আয় করা সম্ভব।
তবে বলার বিষয়, সোনা লিনিং সাধারণত নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের মাধ্যমেই হয়ে থাকে। তাই যেকোনও বিনিয়োগের মতো ঝুঁকি থাকে। আগেভাগে প্ল্যাটফর্ম যাচাই করুন, আর বিশ্বস্ত জুয়েলার কিংবা প্রতিষ্ঠানে লিজ দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্তের পথে হাঁটুন। কারণ, আর্থিকভাবে ক্ষতি হলে ইন্ডিয়া হুড বাংলা কোনওভাবে দায়বদ্ধতা নেবে না। আমরা শুধুমাত্র বিনিয়োগ সম্পর্কিত কিছু টিপস দিয়ে থাকি।









