Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

ভারতে শুরু ই-পাসপোর্ট! UAE...

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ঘুরছিল—নতুন...

তামাক ও পান মশলায়...

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায়...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)শিয়ালদা স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! নৈহাটি লোকালে আগুন, চারিদিকে আতঙ্ক

শিয়ালদা স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! নৈহাটি লোকালে আগুন, চারিদিকে আতঙ্ক

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই উত্তরবঙ্গের বামনহাটায় একটি যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা মেরেছিল ইঞ্জিন, যেখানে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নৈহাটি লোকালে আগুন লাগার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

জানা গিয়েছে, আজ বুধবার আগুন লাগে শিয়ালদা স্টেশনে (Sealdah Station) দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে। এদিন ভোর ৪ টে বেজে ২০ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে ছিল নৈহাটি লোকাল। মেন লাইন শাখার ৫ নম্বর প্লাটফর্মে ছিল ট্রেনটি। ঠিক সেসময় আচমকাই ট্রেনের ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। এই ঘটনায় তাজ্জব হয়ে যান সকলে।

রেলযাত্রীরা হঠাৎ করেই চিৎকার করে উঠলেন—”আগুন! আগুন!” মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশন চত্ত্বরে সৃষ্টি হয় চরম উত্তেজনা। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে রেল কর্তৃপক্ষ। দ্রুত দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে, এরপর ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে পরীক্ষা-নিরীক্ষার জন্য। যাত্রীদের ভোগান্তি কমাতে পরবর্তীতে দ্রুতই বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়, যাতে সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছাতে পারেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরকম ঘটনা কীভাবে ঘটল? জানা যাচ্ছে, ট্রেনের প্রথম কামরার উপরে প্যান্টোগ্রাফ, আর সেখানেই ওভারহেডের তার ছুঁতেই ধরে যায় আগুন। পরে অবশ্য রেলের তরফ থেকে আগুন লাগা ট্রেনটি কারশেডে পাঠিয়ে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -