Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...

শিলিগুড়িতে চিতাবাঘ হামলা, শৌচালয়ে...

ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri News)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতা ঘুমঘোরে শৌচালয়ে...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...
Homeখেলাধূলা খবরফুটবল2025 IFA Shield: ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ সূচি এবং ডার্বি সম্ভাবনা

2025 IFA Shield: ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ সূচি এবং ডার্বি সম্ভাবনা

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

চূড়ান্ত সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, আর এবার ঘোষিত হল ২০২৫ আইএফএ শিল্ডের সূচি। বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আসন্ন টুর্নামেন্টে একই গ্রুপে নেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, তাই গ্রুপ পর্বে ইস্ট-মোহন ডার্বি দেখা যাবে না।

কোন গ্রুপে কোন দল?

আইএফএ-র ঘোষিত সূচি অনুযায়ী, শিল্ডের এ গ্রুপে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল। লাল হলুদের সঙ্গে একই গ্রুপে রয়েছে শ্রীনিধ ডেকান এবং নামধারী এফসি। অন্যদিকে, টুর্নামেন্টের গ্রুপ বি-তে জায়গা হয়েছে মোহনবাগানের। এই গ্রুপে বাগানের সঙ্গে রয়েছে গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস।

ইস্টবেঙ্গল, মোহনবাগানের ম্যাচ কবে কবে?

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এদিন লাল হলুদের প্রতিপক্ষ হবে শ্রীনিধ ডেকান। এরপর তাদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর, নামধারী এফসির সঙ্গে। অন্যদিকে, মোহনবাগানের প্রথম ম্যাচ হচ্ছে ৯ অক্টোবর, যেখানে প্রতিপক্ষ গোকুলাম কেরালা। সবুজ-মেরুন দলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে।

ফাইনালের আগে হচ্ছে না ডার্বি

এ বছর আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আলাদা আলাদা গ্রুপে রয়েছে। তাই স্বাভাবিক নিয়মেই ফাইনালের আগে গ্রুপ পর্বে দেখা যাবে না ইস্ট-মোহনের হাই ভোল্টেজ ডার্বি। তবে দুই দল যদি দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে যুবভারতীতে অনুষ্ঠিত হবে দুই প্রধানের হাই ভোল্টেজ ডার্বি ফাইনাল।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

উল্লেখ্য, শিল্ডের বাকি ম্যাচ গড়াবে 11 অক্টোবর (শ্রীনিধ বনাম নামধারী) এবং 12 অক্টোবর (ইউনাইটেড স্পোর্টস বনাম গোকুলাম কেরালা)। বলা বাহুল্য, আসন্ন টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল 3টে থেকে। তবে কোন ম্যাচ কোথায় গড়াবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘কলকাতার দলগুলি যাতে নিজেদের মাঠে খেলতে পারে সেই চেষ্টাই চলছে। তবে কিছু ম্যাচ বিভিন্ন জেলার মাঠেও হবে।’ এদিকে, ম্যাচের ভেন্যুর পাশাপাশি টিকিটের দামও ঠিক হয়নি।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -