বর্তমানে টলিউড যেন দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে। মুক্তির পর থেকেই একের পর এক শো হাউসফুল, অ্যাডভান্স বুকিং যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে। দীর্ঘ ৯ বছর অপেক্ষার পর এই ছবি মুক্তি পেয়েছে, আর পরিচালক থেকে শুরু করে দেব-শুভশ্রী—সকলের ভবিষ্যদ্বাণী এবার যেন সত্যি হয়েছে। সিনেমা হলে দর্শকদের ভিড়, উচ্ছ্বাস, উন্মাদনা—সবকিছু মিলিয়ে যেন উৎসবের আবহ। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশেষ ভিডিও, যা দেখে সবাই চমকে গিয়েছেন। ওই ভিডিওতেই স্পষ্ট হয়েছে, দেব-শুভশ্রীর জুটি এখনও দর্শকের কাছে কতটা প্রিয়, আর তাঁদের একসঙ্গে পর্দায় দেখার আনন্দ যে কেমন তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেই মুহূর্ত।
ধূমকেতু’ নিয়ে ভাইরাল ভিডিও
ভাইরাল হওয়া ভিডিওতে (Dhumketu Viral Video) দেখা যাচ্ছে, একপ্রকার সাধারণ মানুষের মিছিল বেরিয়েছে যেন। জনতার ঢল নেমে এসেছে কলকাতার রাস্তায়। কয়েকজনের হাতে ধূমকেতু-র বিশাল বড় ব্যানার রয়েছে। শুধু তাই নয়, রীতিমতো ডিজে বাজিয়ে সাধারণ যুবক যুবতী নাচতে নাচতে যাচ্ছেন রাস্তায়। এমনকি দেব-শুভশ্রীর ছবিতে হারও দেওয়া। এক কথায় সকলের উন্মাদনা দেখার মতো।
অবশ্য এই ভিডিও দেখে অনেকেই কটাক্ষ করেছেন। ভিডিও-র ক্যাপশনে লেখা, এরা চিড়িয়াখানা থেকে ছাড়া পেল কীভাবে। অপর আরেকজন লিখেছেন, এই সব দেখে বলতে ইচ্ছে করছে বা আমার ছোট্ট মাথায় যতটুকু কর্মক্ষমতায় পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি বাংলার রেনেসাস যে হিমালয়ের শিকারে পৌঁছেছিল তা আজ হিমালয়ের পাদদেশে।
সোশ্যাল মিডিয়ায় যেমন অনেকেই দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ দেখে প্রশংসা করছেন, তেমনই সমালোচনাও কিন্তু কম নেই। একজন ফেসবুক ব্যবহারকারী সরাসরি লিখেছেন—“সব ঝোপর পট্টির ছাপড়ি মাল।” আরেকজনের মন্তব্য—“সাউথকে নকল করার চেষ্টা।” আবার অন্য একজনের পোস্টে ঝরে পড়েছে ক্ষোভ—“পাশ ফেল নেই, চাকরি নেই, কাজ নেই, জীবনের দিশা নেই, নেই রাজত্বে। একটু আনন্দ করতেও দেবেনা??? নাচ বাবারা যত খুশি নাচ, যাতে এমন ঘুম আসে ক্ষিদেও না পাই।” এসব কমেন্টে যেমন হতাশার ছাপ রয়েছে, তেমনই বোঝা যাচ্ছে ছবিটি নিয়ে দর্শকমহলে মিলেমিশে চলছে উচ্ছ্বাস আর সমালোচনা—দুটোই।
বক্স অফিসে বিরাট সাফল্য ‘ধূমকেতু’-র
উল্লেখ্য, দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার পর অবশেষে ১৪ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির দিন থেকেই ছবিটি একেবারে ঝড় তুলেছে সিনেমাহলে—সকাল থেকে রাত, সবক’টি শো হাউসফুল। মুক্তির আগেই ২০০-র বেশি শো হাউসফুল হয়ে নতুন রেকর্ড তৈরি করেছে এই ছবি, যা বাংলা সিনেমার ইতিহাসে এক বিশেষ জায়গা করে নিয়েছে। বক্স অফিস রিপোর্ট শুনলে যে কেউ অবাক হয়ে যাবেন—প্রথম দিনেই অর্থাৎ ১৪ অগাস্ট ছবির আয় দাঁড়ায় ২.১৮ কোটি টাকা, যা দু’কোটির গণ্ডি অতিক্রম করেছে অবলীলায়। আর দ্বিতীয় দিন ১৫ অগাস্টে ‘ধূমকেতু’ সংগ্রহ করেছে আনুমানিক ৩.০২ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, এই ছবির কালেকশন আগামী দিনে আরও অনেক দূর এগোবে, আর সেটাই এখন টলিউডের সবচেয়ে বড় উত্তেজনার বিষয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |