Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ধর্মেন্দ্র এর জীবনী –...

ধর্মেন্দ্র সিং দেওল (Dharmendra) হিন্দি চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম, যিনি তাঁর বলিষ্ঠ...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...

ফ্রি LPG সংযোগের ঘোষণা...

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি...
Homeবিনোদন খবরJubin Garg Death News:স্কুবা ডাইভিংয়ে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু

Jubin Garg Death News:স্কুবা ডাইভিংয়ে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
- Advertisement -

Jubin Garg Death News: জনপ্রিয় আসামি সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাত্র ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নর্থইস্ট ফেস্টিভ্যালের একটি অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন, যেখানে শুক্রবার রাতেই তাঁর মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের আগেই ডাইভিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত সিঙ্গাপুর পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত চিকিৎসকেরা আর বাঁচাতে পারেননি এই প্রিয় শিল্পীকে।

আজ বিকেলে সোশ্যাল মিডিয়ায় আসামের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল গায়কের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি টুইটারে শোকবার্তা প্রকাশ করে লিখেন, ‘আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আসাম কেবল একটি কণ্ঠস্বরই নয়, একটি হৃদস্পন্দনও হারিয়েছে। জুবিন একজন গায়কের চেয়েও বেশি কিছু ছিলেন, তিনি আসাম এবং জাতির গর্ব ছিলেন, যার গান আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ এবং আমাদের চেতনাকে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দিয়েছে।’

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব সমাজ মাধ্যমে পোস্ট করে জুবিন গার্গের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের শিলংয়ে জন্মগ্রহণ করেছিলেন এই কিংবদন্তি গায়ক। তাঁর আসল নাম ছিল জুবিন বোরঠাকুর। নব্বইয়ের দশকে আসামের সংগীত জগতে নিজের পরিচিতি তৈরি করেন তিনি, পরে নামের সঙ্গে ‘গার্গ’ পদবি যুক্ত করেন। শুধু অসমেই নয়, বলিউডের প্লেব্যাক গায়ক হিসেবেও সারা ভারতে জনপ্রিয়তা পান জুবিন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত গ্যাংস্টার ছবির ‘ইয়া আলি’ গান তাঁকে জাতীয় খ্যাতি এনে দেয়। হিন্দি বা অসমিয়ার বাইরেও বাংলা সহ আরও প্রায় ৪০টির বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন তিনি। শুধু গায়কই নন, তিনি ছিলেন সুরকার, গীতিকার, অভিনেতা এবং এক জন সক্রিয় সমাজকর্মীও।

কত টাকার সম্পত্তি রেখে গেলেন জুবিন গর্গ?

একটি প্রতিবেদনে জানা গেছে, ২০০৪ সালে জুবিন গার্গের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬০ থেকে ৬৫ কোটি টাকা। শুধু সঙ্গীত জগতেই নয়, লাইভ কনসার্ট, সিনেমা এবং বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও তিনি আয় করতেন। পাশাপাশি, তিনি সক্রিয়ভাবে সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। বিলাসবহুল গাড়ি এবং মোটরসাইকেলের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা ছিল। তাঁর সংগ্রহে ছিল BMW X5, মার্সিডিজ-বেঞ্জ, রেঞ্জ রোভার ভেলার এবং একটি কাস্টম-কোটেড ইসুজু SUV। শুধু গাড়িই নয়, প্রিমিয়াম মোটরসাইকেল চালাতেও তিনি ভীষণ পছন্দ করতেন এবং প্রায়শই এই বাহনগুলিতে তাঁকে দেখা যেত।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -