বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! চিকেন হোক বা মাটন, বিরিয়ানির গন্ধ পেলেই মুখে জল চলে আসে। তবে জানেন কি, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু রাশির জাতকেরা আছেন যাঁরা বিরিয়ানির প্রতি যেন চুম্বকের মতো আকৃষ্ট হন? (Biriyani Lover Zodiac)তাঁদের জন্য এই খাবার খাওয়া নাকি একেবারেই ক্ষতিকর নয়! জ্যোতিষ মতে, প্রতিটি রাশির জন্য আলাদা খাদ্যাভ্যাসের পরামর্শ দেওয়া আছে—কোনও রাশির জন্য আমিষ খাওয়া শুভ, আবার কারও জন্য নিরামিষ খাবারই সবচেয়ে উপযোগী। তাই যদি আপনি বিরিয়ানি প্রেমী হন, তবে দেখে নিন আপনার রাশিটিও কি সেই বিশেষ তালিকায় আছে কিনা!
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির জাতক-জাতিকারা বিরিয়ানির প্রতি এক বিশেষ টান অনুভব করেন। যেন এই সুস্বাদু খাবারটি তাঁদের চুম্বকের মতো আকর্ষণ করে! মেষ রাশির মানুষ সাধারণত উদ্যমী ও প্রাণবন্ত স্বভাবের হয়, আর সেই কারণেই তাঁরা গরম, মশলাদার ও সুগন্ধি খাবারে সবচেয়ে বেশি স্বস্তি পান। তাই জ্যোতিষ মতে, মেষ রাশির জন্য চিকেন বিরিয়ানি একদম উপযুক্ত—এর ঝাঁঝালো স্বাদ আর সুগন্ধি মশলা তাঁদের প্রাণবন্ত মনোভাবের সঙ্গে একেবারে মিলে যায়।
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিরিয়ানি মানেই আনন্দ! যখনই সামনে এক প্লেট গরম বিরিয়ানি পড়বে, এঁরা দ্বিতীয়বার ভাববেনই না—খাওয়া শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গেই। খেতে এঁরা ভীষণ ভালোবাসেন, আর বিশেষ করে মশলাদার খাবারের প্রতি এঁদের আলাদা টান থাকে। তাই এমন সুগন্ধি, ঝাঁঝালো আর স্বাদে ভরপুর খাবার হিসেবে বিরিয়ানি এই রাশির মানুষের জন্য একদম আদর্শ পছন্দ বলা যায়।
কর্কট রাশি
বিরিয়ানি সামনে পড়লে এই রাশির জাতক-জাতিকারা একেবারে থেমে থাকতে পারেন না—হামলে পড়েন যেন সেটার উপর! আর কারোর সঙ্গে ভাগ করে খাওয়া? সে প্রশ্নই ওঠে না! বলা যায়, বিরিয়ানির সঙ্গে এঁদের এক ধরনের আত্মিক যোগ রয়েছে। এই রাশির মানুষ সাধারণত আমিষ খাবারের ভক্ত, তাই তাঁদের কাছে বিরিয়ানি শুধু খাবার নয়, বরং এক বিশেষ আনন্দের অভিজ্ঞতা। স্বাদ, ঘ্রাণ আর তৃপ্তির দিক থেকে বিরিয়ানি তাঁদের প্রিয় খাবারের তালিকায় শীর্ষেই থাকে।
সব খবর


