অবশেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বৃহস্পতিবার সমগ্র দেশ থেকে বিদায় নিয়েছে। ফলে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। তবে বাংলার আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে ফের কলকাতা, হাওড়া সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Today)। তাই বর্ষার পরেও আবারও বৃষ্টির মুখ দেখার প্রস্তুতি নিতে পারে রাজ্যবাসী। এদিকে, আজ শুক্রবারের আবহাওয়া কেমন থাকবে, তা নিয়েও কৌতূহল তুঙ্গে। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার সম্ভাব্য চিত্র।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলা যাক। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার পর্যন্ত মূলত আকাশ পরিষ্কারই থাকবে, যদিও কিছু কিছু জেলায় সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, আর পশ্চিমের পুরুলিয়া ও বাঁকুড়ায় তা আরও ২ থেকে ৩ ডিগ্রি কম থাকতে পারে। এদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আবহাওয়ার আসল পালাবদল ঘটবে শনিবার থেকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ১৯ থেকে ২১ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। শনিবার থেকে আবার বৃষ্টির মাত্রা খানিকটা হলেও বাড়বে বৈকি।
সব খবর
আগামীকালের আবহাওয়া
নিশ্চয়ই ভাবছেন কেমন থাকবে শনিবারের আবহাওয়া? পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ অক্টোবর আবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতার কিছু অংশে, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


