Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন শুরু হচ্ছে ভেরিফিকেশনের ধাপ। এই ভেরিফিকেশন শেষ হলেই যোগ্য প্রার্থীদের ডাক পড়বে ইন্টারভিউ টেবিলে। অনেকেরই এখন প্রশ্ন—কাদের নাম থাকবে ইন্টারভিউ লিস্টে এবং কবে প্রকাশ পাবে সেই West Bengal SSC Interview List? কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই প্রকাশ করা হবে ইন্টারভিউ লিস্ট।
কবে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন চাকরি প্রার্থীরা? (West Bengal SSC Interview List)
বেশ কয়েকটি সূত্রের দাবি অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর সেই ফলাফলের ভিত্তিতেই প্রার্থীদের ডাকা হবে ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের জন্য। আপাতত যা জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে চাকরিপ্রার্থীদের নথিপত্র যাচাইয়ের কাজ, আর এজন্য সবাইকে কলকাতায় এসে সার্টিফিকেট ভেরিফাই করাতে হবে। এই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই শুরু হবে ইন্টারভিউ পর্ব।
অবশ্যই পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আপডেট প্রকাশ করল বিকাশ ভবন!
তবে সবচেয়ে বড় প্রশ্ন—কারা যোগ্য হবেন এই ইন্টারভিউয়ের জন্য? সূত্র বলছে, তার উত্তর মিলতে পারে ইতিমধ্যেই আগামীকাল, অর্থাৎ শনিবারেই। খুব সম্ভবত স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ টেবিলে ডাক পাওয়া প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে। সেই তালিকা বেরোলেই স্পষ্ট হয়ে যাবে, একাদশ ও দ্বাদশের শিক্ষক হিসেবে নিয়োগের ইন্টারভিউ রাউন্ডে কারা অংশ নিতে পারবেন। তাই চাকরিপ্রার্থীদের এখন চোখ রাখতেই হবে SSC-র পরবর্তী ঘোষণার দিকে।
সব খবর
প্রসঙ্গত, শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে বর্তমানে কলকাতা হাইকোর্টে চলছে মামলা। অভিযোগ উঠেছে—নবম ও দশম শ্রেণিতে শিক্ষকতা করেই কেন প্রার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ওই ১০ নম্বর পাবেন? উঁচু শ্রেণিতে না পড়ানোর পরও অভিজ্ঞতা নম্বর দেওয়া নিয়েই মূলত আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা। এই মামলা বর্তমানে বিচারপতি অমৃতা সিংহার বেঞ্চে বিচারাধীন।
গত বুধবার শুনানি হলেও মামলার নিষ্পত্তি হয়নি। আদালত জানতে চেয়েছে—২০১৬ সালের পরীক্ষায় যারা বসেননি, তারাও কি এই অতিরিক্ত ১০ নম্বরের তালিকায় রয়েছেন? সে সম্পর্কিত সমস্ত নথি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে সব পক্ষকে। আগামী ২৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


