সিগারেট-গুটখার দাম বাড়বে? তামাকজাত পণ্যে বাড়তি সেস আনতে চলেছে সরকার

দেশের GST কাঠামোয় পরিবর্তন আসার পর থেকেই তামাকজাত পণ্যের দাম যে লাগামছাড়া হারে বেড়েছে, তা ভোক্তাদের পকেটে বেশ চাপ তৈরি করেছে। এবার সেই চাপ আরও বাড়তে পারে। কারণ, কেন্দ্রীয় সরকার তামাক ও তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত কেন্দ্রীয় অবগারি শুল্ক (Tobacco Excise Duty Hike) বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ফলে খুব শীঘ্রই সিগারেট, বিড়ি, খৈনি, জর্দা, পান মশলা সহ সব নেশাজাত পণ্যের দাম আরও এক দফা বাড়তে পারে। অর্থাৎ সাধারণ ক্রেতার খরচ এবার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

বাড়তে চলেছে সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের দাম (Tobacco Excise Duty Hike)

আজ, সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন, আর সেই অধিবেশনেই তামাকজাত পণ্য, পান মসলা এবং অন্যান্য সিন গুডসের উপর অতিরিক্ত সেস বসানোর জন্য একটি নতুন অবগারি বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফলে খুব শীঘ্রই সিগারেট, গুটখা, পান মশলা সহ নানা তামাক পণ্যের দাম বাড়তে পারে। তবে আপাতত বিড়ি এই বাড়তি করের আওতার বাইরে থাকছে, যদিও বিলের মধ্যেই উল্লেখ রয়েছে—জনস্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতে বিড়িকেও সিন গুডসের তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। বিলটি সংসদের দুই কক্ষে পাস হয়ে আইন হিসেবে কার্যকর হলেই তামাকজাত দ্রব্যের দামে বৃদ্ধি দেখা যাবে।

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের নতুন অবগারি বিলে 75 এমএমের বেশি দৈর্ঘ্যের ফিল্টার সিগারেটের ক্ষেত্রে প্রতি এক হাজার স্টিকে সেস বাড়িয়ে 11 হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে আগে এই শুল্ক ছিল মাত্র 735 টাকা। অন্যদিকে নন-ফিল্টার সিগারেট বা 70 এমএম ফিল্টারযুক্ত সিগারেটের ক্ষেত্রে প্রতি এক হাজার স্টিকে সেস বাড়িয়ে 4,500 টাকা করার কথা বলা হয়েছে—আগে যা ছিল মাত্র 250 টাকা। অর্থাৎ আগের তুলনায় অন্তত ১৮ গুণ বাড়তি সেস দিতে হতে পারে। শুধু তাই নয়, সিগারেট তৈরির স্মোকিং মিক্সচারের উপর সেস ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৩২৫ শতাংশ করার প্রস্তাবও এসেছে। সব মিলিয়ে স্পষ্ট—সিগারেট, পান মশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম আগামী দিনে উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে চলেছে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -