রাজ্যজুড়ে তৈরি হওয়া SIR আতঙ্কে যাঁরা প্রাণ হারিয়েছেন। সেই পরিবারগুলোর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (SIR Death In West Bengal) । ভোটার তালিকার নিবিড় পরিমার্জন চলাকালীন যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তার জেরে বাংলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এসব পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার আর্থিক সাহায্য দেবে। শুধু মৃতদের পরিবারই নয়, SIR আতঙ্কে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও সরকারি সহায়তা পাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কত টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার? (SIR Death In West Bengal)
মঙ্গলবার SIR আতঙ্কে মৃত ও আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বড় সিদ্ধান্ত। তিনি জানান, রাজ্যজুড়ে SIR–এর চাপে এখনও পর্যন্ত ৩৯ জন সাধারণ মানুষ বিভিন্ন কারণে প্রাণ হারিয়েছেন। যার মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে। তাঁদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে। এখানেই শেষ নয়—SIR–এর চাপে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি এবং ৩ জন BLO-সহ মোট ১৩ জনকে মুখ্যমন্ত্রী ১ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন।
বলাই বাহুল্য, SIR আতঙ্কে বিগত দিনগুলিতে রাজ্যে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে বলেই অভিযোগ শাসক শিবিরের। যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে বিরোধীদের। বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে, রাজ্যজুড়ে অসুস্থতাজনিত কারণে মৃতদের সাথে SIR এর প্রসঙ্গ জুড়ে দিচ্ছে তৃণমূল। তবে বিরোধীদের এমন দাবি উড়িয়ে দিয়েই নিজেদের বক্তব্যে অনড় থেকেছে ঘাসফুল শিবির। আর এসবের মাঝেই এবার রাজ্যজুড়ে SIR আবহ চলাকালীন মৃতদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, SIR প্রক্রিয়ার চাপ বাংলায় যে কতটা গভীর ক্ষতি ডেকে এনেছে, তার প্রমাণ মিলেছে বুথ লেভেল অফিসারদের মধ্যেও। কাজের বাড়তি চাপ সামলাতে গিয়ে এখনও পর্যন্ত ৪ জন BLO–র মৃত্যুর খবর সামনে এসেছে। তৃণমূলের অভিযোগ, অতিরিক্ত চাপ ও মানসিক যন্ত্রণার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মৃতদের মধ্যে দু’জনের পরিবারকে ইতিমধ্যেই ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, আর বাকি পরিবারগুলির কাছেও খুব শীঘ্রই সরকারি সাহায্য পৌঁছে যাবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
