ছাত্রের মাকে নিয়ে পালাল শিক্ষক! বাঁকুড়ার সিমলাপালে

বাঁকুড়ায় (Bankura Viral News) ঘটেছে চূড়ান্ত আজব এক ঘটনা! অভিযোগ উঠেছে, এক স্কুলশিক্ষক নাকি নিজেরই ছাত্রের মাকে নিয়ে পালিয়ে গিয়েছেন! সোমবার সকালে খবর প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় যেন ঝড় বয়ে যায়। স্কুলেও শুরু হয় তুমুল হইচই—ছাত্র, ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এতটাই উত্তেজনা তৈরি হয় যে, তাঁকে দ্রুত স্কুল থেকে বের করে দেওয়ার দাবিও ওঠে সরবভাবে।

বাঁকুড়ায় কী ঘটেছে (Bankura Viral News)

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যামন্দিরে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, রবিবার রাতে স্কুলের এক কম্পিউটার শিক্ষক গ্রামের এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যান। খবর প্রকাশ্যে আসতেই সোমবার সকাল থেকে স্কুল চত্বরে উত্তেজনা চরমে ওঠে—ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার উপর আবার চলছে ফাইনাল পরীক্ষা, ফলে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। শেষ পর্যন্ত সিমলাপাল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরম অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ছাত্রের মাকে নিয়ে শিক্ষকের পালানোর ঘটনা সামনে আসতেই গোটা এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। ছাত্রছাত্রী থেকে অভিভাবক—সবারই একটাই দাবি, অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে স্কুল থেকে বহিষ্কার করতে হবে। অনেকেই প্রশ্ন তোলেন, যিনি নিজে শিক্ষার দায়িত্বে, তাঁর আচরণ নিয়ে এভাবে প্রশ্ন উঠলে ছাত্রছাত্রীরা কীই বা শিখবে? অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন ছিল বন্ধ। পরে সিমলাপাল থানার পুলিশ তদন্তের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা বিক্ষোভ তুলে নেয় এবং ধীরে ধীরে স্কুলে আবার স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ফিরে আসে।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -