Salman Khan: বলিউডের ভাইজান সলমন খানকে ফের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে। তবে এইবার হুমকি দেওয়ার ধরন একেবারেই অন্যরকম। টেলিফোন বা সামাজিক মাধ্যমে নয়, সরাসরি শুটিং সেটে ঢুকে হুমকি দেওয়া হয়েছে!
বুধবার রাতে মুম্বইয়ের দাদর এলাকায় সলমন খানের শুটিং সেটে ঘটে গেল এক অবাঞ্ছিত ঘটনা। শুটিং চলাকালীন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ করেই সেটে ঢুকে পড়েন। সেই সময় সলমন নিজেও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে খবর, সেটের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের নাম করে হুমকি দেন। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করেন। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়েছিল মুম্বইয়ের বান্দ্রায়। সেই ঘটনার তদন্তে উঠে এসেছে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠীর নাম। লরেন্স বর্তমানে গুজরাতের জেলে বন্দি। তবে অভিযোগ, তাঁর ভাই আনমোল বিশ্নোই, যিনি বিদেশে অবস্থান করছেন, সেখান থেকেই এই হত্যার পরিকল্পনা করেছিলেন। এনআইএ ইতিমধ্যেই আনমোলের মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্য দিকে, সিদ্দিকি হত্যার পর থেকেই সলমন খানকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। কখনও পাঁচ কোটি, কখনও দুই কোটি টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ।
সলমনের উপর বিশ্নোই গোষ্ঠীর ক্ষোভের ইতিহাস বেশ পুরনো। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার এবং চিঙ্কারা হত্যার অভিযোগ ওঠার পর থেকেই লরেন্স বিশ্নোই গোষ্ঠী বলিউড সুপারস্টারকে হুমকি দিয়ে আসছে। বিশ্নোই সম্প্রদায়ের দাবি, এই ঘটনার জন্য সলমনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তবে সলমন সেই দাবি উপেক্ষা করেছেন, যা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। সময়ের সঙ্গে এই রাগ এমন মাত্রায় পৌঁছেছে যে, তা এখন সরাসরি হুমকিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে সলমনের বিরুদ্ধে সরাসরি শুটিং সেটে হুমকি দেওয়ার ঘটনা বলিউডে এবং নিরাপত্তা মহলে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।