কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: টিকিট ক্যানসেল করলে আর কাটবে না টাকা, টিকিট কাটা হয়, কিন্তু যাত্রার পরিকল্পনা বাতিল হলে যাত্রীদের মোটা টাকা গচ্চা দিতে হত। তবে আগামী বছর থেকে এই সমস্যা অনেকটাই দূর হতে চলেছে। রেল ইতিমধ্যে ঘোষণা করেছে, টিকিট ক্যানসেল করলে আর অতিরিক্ত টাকা দিতে হবে না। এই সুখবর পৌঁছেছে এনজিপি স্টেশনেও, এবং এতে যাত্রীদের পাশাপাশি রেলকর্মীরাও দারুণ খুশি।
এনজিপি স্টেশনে কর্মরত মহিলা ক্লার্ক আবিরা সেনগুপ্ত জানিয়েছেন, “রেলের এই সিদ্ধান্ত সত্যিই দুর্দান্ত। যাত্রীরা অনেক সময় নানা কারণে টিকিট ক্যানসেল করতে বাধ্য হন। তারপরও যদি মোটা টাকা কাটা হয়, সেটা খুবই কষ্টকর। রেলের এই উদ্যোগে এখন যাত্রীরা অনেকটা স্বস্তি পাবেন।”
এনজিপি-শিয়ালদা রুটে যাতায়াতকারী সুবীর সেনগুপ্ত ও অলক চৌধুরী জানালেন, “আমরা অফিসের কাজে নিয়মিত যাতায়াত করি এবং প্রায়ই টিকিট ক্যানসেল করতে হয়। তখন মোটা টাকা কেটে নেওয়া হত। রেলের এই নতুন নিয়ম আমাদের জন্য খুবই উপকারী। আমরা আশা করি, এতে রেলের সুনাম আরও বাড়বে।”
শুধু এনজিপি বা শিলিগুড়ি নয়, গোটা বাংলার যাত্রীদের মধ্যেই এই ঘোষণা নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে। যাত্রীরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে রেলে যাত্রীসংখ্যা আরও বাড়বে এবং রেলের পরিষেবার মানও উন্নত হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |