কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব শুরু হলো আজকের থেকে। মেয়র গৌতম দেব এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী উপস্থিত থেকে এই ওয়ার্ড উৎসবের সূচনা করলেন। মেয়র এদিন জানালেন শিলিগুড়ি যতগুলি ওয়ার্ডে ওয়ার্ড উৎসব হচ্ছে প্রতিটি ওয়ার্ডের ওয়ার্ড উৎসবে এই মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এটা খুব ভালো দিক। মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক দিক থেকে সরিয়ে রেখে এই ওয়ার্ড উৎসব কে নিজের মতো করে নিয়েছে এটা যথেষ্ট আনন্দের। আমি নিজে এই উৎসবের সফলতা কামনা করি। আমার মনে হয় ও আদর্শ মানুষকে মানুষের কাছে নিয়ে আসে। আর দরকারও আছে এই ধরনের ওয়ার্ড উৎসবের।
সব খবর
শিলিগুড়ির মানুষের কাছে আমি ধন্যবাদ জানাই বলা যেতে পারে আমি চির কৃতজ্ঞ থাকব, দাদা যেভাবে আমাদের পুরসভার পাশে এই ওয়ার্ড উতসবকে নিয়ে কাছে দাঁড়িয়েছেন, তা তারিফ যোগ্য। খুব পছন্দ করি আমি নিজে এই ধরনের ওয়ার্ড উৎসবে থাকতে। প্রতিযোগিতা শুভেচ্ছা এবং শুভকামনা জানাই, এবং ওয়ার্ডের মানুষকে আমি বারে বারে অনুরোধ করি তারা যেন পাশে এসে দাঁড়ান এই ওয়ার্ড উৎসব আয়োজকদের। তবেই তো এই ওয়ার্ড উৎসব সফল হবে, সুন্দর হবে বলে জানালেন মেয়র গৌতমদেব।
সব খবর
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |