পুলিশের নতুন নিয়ম, এবার ব্যক্তিগত গাড়ি বা বাইকে কোনো ধরনের পেশাগত স্টিকার লাগালেই জরিমানা গুনতে হবে! পুলিশ, প্রেস, আর্মি, ডাক্তার বা উকিল—যাই লেখা থাকুক না কেন, এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়। পুলিশের দাবি, অনেকেই আছেন যারা পার্কিং ফি এড়াতে বা রাস্তার চেকিংয়ে ঝামেলা কমানোর জন্য এসব স্টিকার ব্যবহার করেন। তবে এবার থেকে এই নিয়ম আর চলবে না। যদি নির্দেশিকা জারি হওয়ার পরও কেউ নিজের গাড়িতে পেশা সম্পর্কিত স্টিকার লাগিয়ে ঘোরেন, তাহলে সঙ্গে সঙ্গে তাকে জরিমানা করা হবে!
বাঁকুড়া পুলিশ এবার যানবাহনে যত্রতত্র স্টিকার লাগানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। শহরে বাইক আরোহীদের মধ্যে স্টিকার লাগানোর প্রবণতা যেভাবে বেড়েছে, তা নিয়েই উদ্বিগ্ন পুলিশ। আগে মূলত সংবাদমাধ্যমের কর্মীদের বাইক বা গাড়িতে ‘Press’ লেখা স্টিকার দেখা যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেকেই যাদের ফেসবুক বা ইউটিউবে একটি পেজ আছে, তারাও নিজেদের ব্যক্তিগত গাড়িতে ‘Press’ লেখা স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন! দীর্ঘদিন ধরেই এই বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে ছিল। আর এবার পুলিশ স্পষ্ট জানিয়েছে—এটা বেআইনি, এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে।
ফলে আগামী দিন থেকে যদি কেউ নিজের ব্যক্তিগত গাড়িতে এই ধরনের স্টিকার লাগিয়ে ঘোরেন, তাহলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। শুধু প্রেসের লোক নয়, দমকল, ডাক্তার, পুলিশ, সেনা বা শিক্ষক—যে কোনো পেশার মানুষের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। পুলিশ স্পষ্ট করেছে, ব্যক্তিগত গাড়িতে এভাবে পেশাগত স্টিকার লাগানো বেআইনি, আর এবার থেকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, হঠাৎ করে পুলিশ কেন এত কড়া হচ্ছে? আসলে সম্প্রতি ওন্দা ও বেলিয়াতোড় থানা এলাকায় একটি চারচাকা গাড়িতে ‘মানবাধিকার সংগঠন’-এর স্টিকার লাগিয়ে অপরাধমূলক কাজ করা হয়েছে। এই ঘটনার পর থেকেই পুলিশ বেশ উদ্বিগ্ন। তাই, এমন ভুয়ো পরিচয়ের অপব্যবহার রুখতে পুলিশ এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |