দেশের সম্পূর্ণ ব্যাঙ্কিং সিস্টেম বদলে যেতে পারে (Bank Merger Update) । শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে ছোট ছোট ব্যাঙ্কগুলোকে বড় ব্যাঙ্কের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হতে পারে। খুব শীঘ্রই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে সরকার, যা দেশের আর্থিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।
মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের মালিকানাধীন ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে। কোন কোন ব্যাঙ্ক একসঙ্গে মার্জ করে দেওয়া হতে পারে? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB), সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (CBI), ব্য়াঙ্ক অব ইন্ডিয়া (BOI) ও ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (BOM)-কে বড় ব্যাঙ্কের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে।
শোনা যাচ্ছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো বড় ব্যাঙ্কের সঙ্গে ছোট ব্যাঙ্কগুলো একীভূত করা হতে পারে। প্রধানমন্ত্রীর দফতর এই প্রস্তাব পর্যালোচনা করবে, এরপর ক্যাবিনেট স্তরে এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
নীতি আয়োগ আগেই পরামর্শ দিয়েছিল, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর বেসরকারিকরণ বা পুনর্গঠন করা হোক। ইতিমধ্যেই এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা ও কানাড়া ব্যাঙ্ক সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করা হতে পারে বা এসব ব্যাঙ্কে সরকারের অংশীদারিত্ব কমানো হতে পারে।
সব খবর
এর আগে ২০২০ সালে সরকার ১০টি ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্ককে ৪টি বড় ব্যাঙ্কে মার্জার করেছিল। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মিলিত হয়েছিল ওরিয়েন্ট ব্যাঙ্ক অব কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কানাড়া ব্যাঙ্কে সংযুক্ত করা হয়েছিল সিন্ডিকেট ব্যাঙ্ককে। অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক মিশে গিয়েছিল ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে। এছাড়াও এলাহাবাদ ব্যাঙ্ককে মিলিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে।


