BCCI Proposal To MS Dhoni: ভারতীয় ক্রিকেট দলে আবারও বড় দায়িত্বে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। শোনা যাচ্ছে, 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের স্বার্থে মাহিকে মেন্টর হিসেবে চাইছে বিসিসিআই (BCCI)। ধোনির কাছে নাকি ইতিমধ্যেই পৌঁছে গেছে এই প্রস্তাব। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে—তাহলে কি প্রধান কোচ গৌতম গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে বোর্ড? নাকি দলের সাফল্যের জন্য গম্ভীরের সঙ্গে অভিজ্ঞ ধোনিকেও পাশে চাইছে তারা?
BCCI Proposal To MS Dhoni
হঠাৎ কেন ধোনিকে বড় দায়িত্ব দিতে মরিয়া বোর্ড?
ক্রিকব্লগারের একটি রিপোর্ট অনুযায়ী, ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে জাতীয় দলের মেন্টর করার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। বোর্ডের এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ধোনিকে আবারও এই দায়িত্ব দেওয়ার কথা ভেবেছে বোর্ড। কিন্তু কেন? ওই আধিকারিকের কথায়, ধোনির শান্ত স্বভাব, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অভিজ্ঞতা আর নেতৃত্ব দেওয়ার দক্ষতা ভারতীয় দলের জন্য বড় সম্পদ হতে পারে। বোর্ডের বিশ্বাস, মাহি যদি দলে থাকেন, তাহলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের ক্রিকেটের জন্য তা হবে অনেক বড় লাভ।
গম্ভীরের উপর তাহলে কি আস্থা নেই বোর্ডের?
মহেন্দ্র সিং ধোনিকে বোর্ডের প্রস্তাবের খবর প্রকাশ্যে আসতেই বেড়েছে জল্পনা। অনেকেই জানতে চাইছেন তাহলে কি গম্ভীরের উপর থেকে ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? সেই সূত্রে বলি, গৌতম গম্ভীর ছোট ফরম্যাটে অন্যতম সফল কোচ।
কিন্তু তা সত্বেও ধোনিকে মেন্টর হিসেবে প্রস্তাব দেওয়ার বড় কারণ হতে পারে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসরের পর টি-টোয়েন্টি দলে প্লেয়াররা যাতে তাদের সমস্যা এবং তার সমাধানের জন্য ধোনির কাছে এসে সবটা জানাতে পারেন এবং সেই মতো মাহিও তাঁদের যথাযথ পরামর্শ দেবেন বলেই আশা করছে BCCI।
সব খবর
উল্লেখযোগ্য যে, এর আগেও একবার ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে এই ভূমিকা দিয়েছিল বিসিসিআই। তখন টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন বিরাট কোহলি এবং প্রধান কোচের আসনে ছিলেন রবি শাস্ত্রী। তবে সে বছর ধোনির অভিজ্ঞতা সাফল্যে পরিণত হয়নি—নকআউট পর্বের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। এবারও বোর্ড আশা করছে, 2026 সালের বিশ্বকাপে ধোনির অভিজ্ঞতা দলের কাজে আসবে। তবে ধোনিকে দায়িত্ব দেওয়ার পথে একটি বড় প্রশ্নচিহ্ন রয়েই গেছে—গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্ক। আগে একাধিকবার গম্ভীরের মুখে ধোনিকে নিয়ে সমালোচনা শোনা গেছে, ফলে তাদের মধ্যে মতের অমিল যে রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তার ওপর, বোর্ডের প্রস্তাবে ধোনি আদৌ রাজি হবেন কিনা, তা নিয়েও নানা মহলে জোর জল্পনা চলছে।


