রেশনে কেরোসিন তেলের দাম বাড়াল কেন্দ্র! তিন মাসে মোট বৃদ্ধি ৬ টাকা

মধ্যবিত্তদের জন্য এল দুঃসংবাদ। হঠাৎ করেই কেরোসিন তেলের দাম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার (Kerosene Price)। বিশেষ করে যারা রেশন থেকে কেরোসিন তেল নেন, তাদের এবার থেকে আরও বেশি টাকা গুনতে হবে। রেশনে এক ঝটকায় লিটারপিছু প্রায় ৪ টাকা দাম বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এতে সাধারণ মানুষের মাথায় চাপ বাড়বে। ঠিক কতটা বৃদ্ধি হল এবং কেন—তা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

কেরোসিন তেলের দাম বাড়াল সরকার (Kerosene Price)

জানা গিয়েছে, গত তিন মাসে মোট প্রায় ৬ টাকা বেড়েছে কেরোসিন তেলের দাম। এমনিতেই মুদ্রাস্ফীতির চাপে নাজেহাল সাধারণ মানুষ, তার ওপরে এই দাম বৃদ্ধি যেন গোদের ওপর বিষফোঁড়া। ফলে রেশন ডিলারদেরও দুশ্চিন্তা বাড়ছে। অনেকের মতে, দামের এমন লাগামছাড়া বৃদ্ধির পর বহু পরিবার আর কেরোসিন তেল কেনার আগ্রহ দেখাবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে।

কলকাতায় কত টাকায় মিলবে?

খাদ্য দফতর সূত্রে জানা গেছে, কলকাতায় কেরোসিনের নতুন দাম হবে প্রায় ৬৭ টাকা, আর অন্য জেলাগুলিতে তা ৭০ টাকার কাছাকাছি থাকবে বলে মনে করছেন ডিলার সংগঠনের সদস্যরা। স্বাভাবিকভাবেই দাম এতটাই বাড়ায় রেশন গ্রাহকদের মধ্যে কেরোসিনের চাহিদা আরও কমবে বলেই আশঙ্কা করছেন তাঁরা। অনেকের মতে, পশ্চিমবঙ্গে কেরোসিনের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে দিতেই কেন্দ্র এমন কৌশল নিচ্ছে।

ডিলার সংগঠনের নেতা অশোক গুপ্তও অভিযোগ করেছেন, গোটা দেশেই রেশনের মাধ্যমে কেরোসিন বিতরণ বন্ধ করতে মরিয়া কেন্দ্র। কিন্তু বাংলা তাতে রাজি নয়। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের এক রায়ের ভিত্তিতেই মোদি সরকারকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণ কেরোসিন দিতে বাধ্য করা হয়েছে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -