আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

শীতের দাপট কমবে নাকি বাড়বে? তিনদিন পর কী বলছে হাওয়া অফিস

Published On:
Weather Update

JKNews24 Desk: বাংলা জুড়ে শীতের দাপট দিন দিন আরও বাড়ছে (Weather Update)। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সব জায়গাতেই কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে গোটা রাজ্য। কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৯ ডিগ্রিতে, আবার কোথাও ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে পারদ। শীতের এমন করাল কামড়ে একাধিক জেলায় জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর, এই তীব্র ঠান্ডা খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী, শনিবার থেকেই ধীরে ধীরে বদলাতে পারে আবহাওয়ার মেজাজ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিনের মধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় শীত আরও জাঁকিয়ে বসতে চলেছে, কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমার সম্ভাবনাও রয়েছে। ভোর থেকে রাত—সব সময়ই কনকনে ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা, যদিও কুয়াশা কেটে রোদ উঠলে দিনের বেলায় শীতের দাপট কিছুটা কম অনুভূত হবে। হাওয়া অফিস জানাচ্ছে, প্রায় তিন দিন পর রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে এবং হঠাৎ করেই শনিবার থেকে আবহাওয়ায় বদল আসার ইঙ্গিত মিলছে—এমন পরিস্থিতিতে আগামীকালের আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে বাড়ছে কৌতূহল।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক ও শীতল আবহাওয়া বজায় থাকবে (Weather Update)। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নতুন করে পারদ পড়ার আশঙ্কাও নেই, ফলে তাপমাত্রা মোটামুটি স্থিতিশীলই থাকবে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আরও দু’দিন শৈত্যপ্রবাহের প্রভাব থাকবে এবং উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশা নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের পারদ আপাতত খুব একটা বদল না হলেও, উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়ছে। ডুয়ার্স ও ধূপগুড়ি ব্লক-সহ বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে ১২ ডিগ্রির নীচে, তার সঙ্গে পাল্লা দিচ্ছে ঘন কুয়াশা। বিশেষ করে চা-বাগান এলাকা ও ভুটান সীমান্ত লাগোয়া অঞ্চলে কুয়াশার কারণে জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দার্জিলিঙে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিনের মধ্যেই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now