স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে আবারও ধাক্কা—ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ(SSC) প্রক্রিয়ায় আরও ৩০১ জন প্রার্থীর নাম বাতিল করা হয়েছে। সম্প্রতি নথি যাচাই-বাছাইয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় কমিশন এই বড় পদক্ষেপ নিয়েছে। ফলে বাতিলের সংখ্যা আরও বাড়ল।
শিক্ষাগত যোগ্যতায় ভুল তথ্য (SSC)
শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ভুয়ো জাতিগত শংসাপত্র—এমন একাধিক ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগেই একের পর এক প্রার্থীর চাকরি বাতিল করছে এসএসসি। যাচাই-বাছাইয়ের পর নথিতে অসঙ্গতি ধরা পড়তেই কড়া অবস্থান নিয়েছে কমিশন।
চাকরি বাতিল এর সংখ্যা
এই তালিকায় চাকরি বাতিলের সংখ্যা সত্যিই উল্লেখযোগ্য। বিভিন্ন বিষয়ে নথি যাচাইয়ের পর এসএসসি যে সংখ্যক প্রার্থীর নাম বাদ দিয়েছে, তা হল—বাংলা থেকে ৩৩ জন, ইংরেজি থেকে ৭৩ জন, বাণিজ্য বিভাগ থেকে ৬৩ জন, রাষ্ট্রবিজ্ঞান থেকে সর্বাধিক ১২৪ জন, কম্পিউটার সায়েন্সে ৩৩ জন এবং ইতিহাসে ৮১ জন।
এর আগেই একই ধরনের ভুল তথ্য ও নথি জালিয়াতির অভিযোগে ১০৬ জন চাকরি প্রার্থীর নাম বাতিল করেছিল এসএসসি। আর সর্বশেষ পদক্ষেপ মিলিয়ে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪০৭ জনের নাম এখন পর্যন্ত বাতিল করেছে কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, ভেরিফিকেশন প্রক্রিয়াতেই এসব প্রার্থীর অসংগত নথি ও ভুল তথ্য জমা দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলে এসএসসি। নতুন করে যাচাই শুরু হওয়ার পরে দেখা যায়, ভুল তথ্য দেওয়ার কারণে এই প্রার্থীরা কাট-অফ মার্কসের কাছাকাছিও পৌঁছতে পারেননি। ফলে নিয়ম মেনেই একের পর এক নাম বাদ দিচ্ছে কমিশন, যাতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল থাকে। সেই কারণেই প্রার্থী পদ বাতিল করল স্কুল সার্ভিস কমিশন বলেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে এসএসসি।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
