Digital Birth Certificate: আপনার কাছে যদি এখনও সেই পুরনো হাতের লেখা জন্ম সার্টিফিকেট থাকে, তাহলে দেরি না করে এখনই সেটাকে ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তর করে নিন। কারণ অনেক জায়গায় পুরনো সার্টিফিকেট যাচাই করা বেশ কষ্টসাধ্য, আর অনেক সময় সেটি গ্রহণও করা হয় না। কিন্তু নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটে থাকে কিউআর কোড, যা স্ক্যান করলেই মুহূর্তে ভেরিফাই হয়ে যায়—তাই এটি এখন সর্বাধিক গ্রহণযোগ্য। এই প্রতিবেদনে আমরা সহজ ভাষায় জানাবো, কীভাবে আপনার পুরনো হাতের লেখা জন্ম বা মৃত্যু সার্টিফিকেটকে ঝকঝকে নতুন ডিজিটাল সার্টিফিকেটে বদলে নিতে পারবেন।
Table of Contents
কারা ডিজিটাল করতে পারবেন? (Digital Birth Certificate)
- যে সার্টিফিকেটগুলি মোটামুটিভাবে ১৯৯৯ সালের অক্টোবর মাসের পর পঞ্চায়েত বা পৌরসভা থেকে ইস্যু করা হয়েছে, সেগুলি ডিজিটাইজ করা সম্ভব।
- তবে, ১৯৮৭ সালের আগে হাসপাতাল থেকে দেওয়া সার্টিফিকেটগুলি ডিজিটাইজ করা নাও যেতে পারে।
কীভাবে ডিজিটাইজ করবেন?
- মনে রাখবেন, আপনি নিজে থেকে অনলাইনে এই কাজটি করতে পারবেন না।
- আপনাকে আপনার আসল (Original) সার্টিফিকেট এবং পিতামাতার পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট রেজিস্টারের অফিসে (পঞ্চায়েত বা পৌরসভা) যোগাযোগ করতে হবে।
- সেখানকার আধিকারিকরা আপনার তথ্য দিয়ে “ফর্ম A” পূরণ করবেন।
সার্টিফিকেট হারিয়ে গেলে কী করবেন?
যদি আপনার আসল জন্ম বা মৃত্যু শংসাপত্র হারিয়ে যায়, কিন্তু আপনার কাছে তার ফটোকপি থাকে—যেখানে রেজিস্ট্রেশন নম্বর স্পষ্টভাবে উল্লেখ আছে—অথবা পোলিও কার্ডে সেই রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকে, তাহলেও চিন্তার কিছু নেই। এই তথ্যের ভিত্তিতেই আপনি ডিজিটাল শংসাপত্র পেতে পারেন। তবে এ ক্ষেত্রে স্থানীয় থানায় একটি জেনারেল ডায়েরি (GD) করতে হতে পারে, আর তার কপিও প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |