31 C
Kolkata
Wednesday, March 12, 2025

ট্রাম্পের বড় ঘোষণা পাকিস্তানকে চমকে দিতে পারে, জানালেন ধন্যবাদ দিয়ে!

ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবার হোয়াইট হাউসে ক্ষমতা ফিরে পেতে পারেন, এবং তার পরেই পাকিস্তান ও আফগানিস্তানের ওপর বিরাট নিষেধাজ্ঞা আরোপ করার দিকে এক বড় পদক্ষেপ নিতে চলেছে তার সরকার। এমনকি নতুন অভিবাসন নীতি কার্যকরের জন্যও প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক সম্পর্কের উপর বড় প্রভাব পড়তে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সূত্রের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের নতুন পদক্ষেপের ফলে পাকিস্তান এবং আফগানিস্তানের জন্য আমেরিকার দরজা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ট্রাম্প সরকারের আরও কিছু দেশ এমনকি কয়েকটি অন্য দেশের ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে। এই নিষেধাজ্ঞাগুলি আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশাল প্রভাব ফেলতে পারে।

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর পুনরায় দেশের ক্ষমতা হাতে পেতেই প্রশাসনি স্তরে একটি নির্দেশিকা জারি করেছিলেন ট্রাম্প। জানা যায়, মূলত আমেরিকার নিরাপত্তার স্বার্থে কোন কোন দেশগুলি বেশি ঝুঁকিপূর্ণ তাদের ছাটাই করে একটি দীর্ঘ তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিল ট্রাম্পের সরকার।

সূত্রের খবর অনুযায়ী আমেরিকান প্রেসিডেন্ট আগামী 12 মার্চের মধ্যে একটি তালিকা তৈরি করার ডেডলাইন দিয়েছিলেন। এবং শোনা যাচ্ছে সেই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার চূড়ান্ত তালিকায় পাকিস্তান এবং আফগানিস্তানের নাম নেই।

সংবাদমাধ্যমের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তান এবং আফগানিস্তানকে বাদ দিয়েই তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এর আগেই গত মঙ্গলবার পাকিস্তানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে দেশটির ভুয়সী প্রশংসা করেছিলেন ট্রাম্প। তবে এখন সেই একই দেশকে ঝুঁকিপূর্ণ দেশগুলির তালিকায় ফেলে চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়েছে আমেরিকা।

কেন পাকিস্তানের প্রশংসা করেছিলেন ট্রাম্প?

গত মঙ্গলবার ট্রাম্পের গলায় শোনা গিয়েছিল ভারতের পশ্চিম দিকের দেশ পাকিস্তানের প্রশংসা। কিন্তু এর পেছনে কী কারণ ছিল? জানা যায় 2021 সালে কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের মূল মাথা মহম্মদ শরিফুল্লার গ্রেফতারির খবর দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। আর এই গ্রেফতারির জন্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসা করেছিলেন ট্রাম্প। তবে এই রঙিন মুহূর্ত কাটতেই পরের দিনই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে ফেলল আমেরিকা।

আমেরিকার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল পাকিস্তান ও আফগানিস্তানের জন্য ?

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, গোটা বিশ্বে অন্যতম সন্ত্রাসবাদি দেশ হিসেবে পরিচিতি রয়েছে পাকিস্তানের। দেশটির বিরুদ্ধে বারংবার সন্ত্রাসবাদকে আশকারা ও আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে। একই সুতোয় গাঁথা হয়েছে আফগানিস্তানকেও। দুই দেশের বিরুদ্ধে আমেরিকার এমন পদক্ষেপের খবর যখন প্রকাশ্যে এলো ঠিক সেই মোক্ষ সময়েই প্রকাশিত হয়েছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সূচকের রিপোর্ট।

সূত্রের খবর অনুযায়ী গোটা বিশ্বের সন্ত্রাসবাদী দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে পাকিস্তান। তাছাড়া এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে সন্ত্রাসবাদী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে পাকিস্তান ও আফগানিস্তান। মনে করা হচ্ছে, হয়তো এই কারণটিই সামনে রেখেই দেশের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান ও আফগানিস্তানের মতো দুই সন্ত্রাসবাদী তকমাপ্রাপ্ত দেশের জন্য আমেরিকার রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর