35 C
Kolkata
Wednesday, March 12, 2025

কন্যাশ্রী প্রকল্পে বাড়ছে অনুদান! পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা

পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্পে (Kanyashree Prakalpa) বড় পরিবর্তন আনল রাজ্য সরকার! এখন থেকে আর শুধু আবেদন করলেই টাকা পাওয়া যাবে না। এবার আবেদনকারীদের বাছাই করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। যাতে প্রকৃত দরিদ্র এবং প্রয়োজনীয়তাসম্পন্ন মেয়েরাই এই সুবিধা পান।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মূলত কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করার জন্য। এবং বাল্যবিবাহ রোধ করতে। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে অনেক স্বচ্ছল পরিবারও এই অনুদানের সুবিধা নিচ্ছে। যাদের আদৌ এই টাকার প্রয়োজন নেই। তাই এবার রাজ্য সরকার কড়াকড়ি বাড়িয়ে AI প্রযুক্তির মাধ্যমে উপযুক্ত আবেদনকারীদের নির্বাচন করবে।

কন্যাশ্রী প্রকল্প কি?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্পগুলির মধ্যে কন্যাশ্রী বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের মেয়েদের স্কুলছুট রোধ করা এবং বাল্যবিবাহ ঠেকানো। প্রথম পর্যায়ে, ১৩ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত স্কুলছাত্রীদের প্রতি বছর ১,০০০ টাকা দেওয়া হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে যদি মেয়েরা ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যায়, তাহলে এককালীন ২৫,০০০ টাকা অনুদান দেওয়া হয়।

AI কীভাবে বাছাই করবে যোগ্য আবেদনকারী?

কন্যাশ্রী প্রকল্পে এবার অত্যাধুনিক এআই (Artificial Intelligence) প্রযুক্তির সাহায্যে আবেদনকারীদের আর্থিক ও পারিবারিক পটভূমি বিশ্লেষণ করা হবে। রাজ্য সরকারের বিভিন্ন ডাটাবেসের তথ্য মিলিয়ে দেখা হবে—

  1. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়
  2. অভিভাবকদের পেশা ও আর্থিক অবস্থা
  3. ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের হিসাব
  4. অন্য কোনও সরকারি প্রকল্প থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন কি না

যদি কোনও আবেদনকারী স্বচ্ছল পরিবারের সদস্য হন, তাহলে এআই স্বয়ংক্রিয়ভাবে তাঁকে বাতিলের তালিকায় ফেলবে। ফলে প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকবে এবং প্রকৃত অভাবী মেয়েরাই এই সুযোগ পাবে।

নতুন নিয়মে কী কী পরিবর্তন আসবে?

কন্যাশ্রী প্রকল্পে এআই প্রযুক্তির সংযোজন কয়েকটি বড় পরিবর্তন আনতে চলেছে, যা প্রকল্পটিকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তুলবে।

  1. স্বচ্ছতা নিশ্চিত হবে – প্রকৃত দরিদ্র মেয়েরাই প্রকল্পের সুবিধা পাবেন।
  2. অবৈধ আবেদন বাতিল হবে – ভুয়ো বা স্বচ্ছল পরিবারের মেয়েদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে।
  3. টাকা দ্রুত পৌঁছাবে – আগের তুলনায় আরও দ্রুত প্রকৃত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর