স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যারা Swami Vivekananda Scholarship এর জন্য আবেদন করেছিলেন, তাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবার। ফ্রেশ এবং রিনিউয়াল উভয় আবেদনকারীদের জন্যই টাকা ডিসবার্স করেছে সরকার। কারা কবে টাকা পাবেন, টাকা ঢুকেছে কিনা জানবেন কিভাবে, না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন? স্কলারশিপ সংক্রান্ত সমস্ত বিষয় গুলো ধাপে ধাপে বিস্তারিত জেনে নিন।
কাদের আগে টাকা দেওয়া হচ্ছে?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) হল মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এক দুর্দান্ত সুযোগ। এই স্কলারশিপের মাধ্যমে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা অর্থ সহায়তা পান, যাতে তাঁদের পড়াশোনার পথ আরও সহজ হয়। যাঁরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য নতুনভাবে আবেদন করেছেন বা আগের বছর স্কলারশিপ পেয়েছেন এবং এবার রিনিউয়াল করেছেন, তাঁদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে?
যেসব শিক্ষার্থীর বৃত্তির আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। সাধারণত, অনুমোদনের ৪৮ ঘণ্টার মধ্যেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে যদি রবিবার বা ব্যাংক ছুটির দিন পড়ে, তাহলে কিছু ক্ষেত্রে ২-৩ দিন দেরি হতে পারে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক
আপনার স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা তা সহজেই জানতে চাইলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:
প্রথমে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং আপনার রেজিস্টার্ড ID ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।
ড্যাশবোর্ডে গিয়ে চেক করুন আপনার আবেদন “Sanctioned” বা “Disbursed” অবস্থায় আছে কিনা।
টাকা জমা হলে ব্যাংকের SMS আসতে পারে, তবে সবসময় না-ও আসতে পারে। তাই নিশ্চিত হতে ব্যাংক অ্যাপ বা পাসবই আপডেট করে দেখে নিন।