Fixed Deposit: টাকা নিরাপদে রাখার সঙ্গে নিশ্চিত মুনাফার জন্য অনেকেই এখনও ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) সবচেয়ে ভরসাযোগ্য বলে মনে করেন। তবে জানেন কি, সাধারণ FD ছাড়াও কিছু ব্যাঙ্কে রয়েছে বিশেষ কিছু স্কিম, যেগুলো নির্দিষ্ট সময়ের জন্য আরও বেশি সুদের সুবিধা দেয়? তাই যদি আপনি একটু বেশি রিটার্ন চান, তাহলে এই স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমগুলোর খোঁজ রাখা কিন্তু দারুণ কাজের হতে পারে।
চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, স্টেট ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের এমন চারটি স্পেশাল স্কিম সম্পর্কে, যেগুলি অন্যান্য স্কিমের তুলনায় চড়া হারে সুর দিচ্ছে।
Fixed Deposit
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
যারা নিরাপদভাবে টাকা বিনিয়োগ করতে চান, তাদের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)-এর ‘অমৃত বৃষ্টি’ যোজনা দারুণ একটি সুযোগ হতে পারে। এই স্কিমটির মেয়াদ ৪৪৪ দিন, এবং এটি শুরু হয়েছে ১৬ মে, ২০২৫ থেকে। এখানে আপনি পাচ্ছেন ৭.৪৫% হারে সুদ – যা সাধারণ ফিক্সড ডিপোজিটের চেয়ে একটু বেশি। তাই যাঁরা ঝুঁকি না নিয়ে নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য এই স্কিমটি নিঃসন্দেহে এক চমৎকার বিকল্প।
কানাড়া ব্যাঙ্ক
খোঁজ নিয়ে জানা গেছে, কানাড়া ব্যাঙ্কের ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিমটি শুরু হয়েছে ১০ এপ্রিল, ২০২৫ থেকে। এই স্কিমে সাধারণ বিনিয়োগকারীরা পাচ্ছেন ৭.২৫% সুদ, আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার আরও বেশি – ৭.৭৫%! অর্থাৎ, প্রায় ৮% সুদের কাছাকাছি রিটার্ন মিলছে সিনিয়র নাগরিকদের জন্য। যারা নিরাপদ ও নির্ভরযোগ্য কোনও বিনিয়োগ খুঁজছেন, বিশেষ করে বয়স্কদের জন্য, এটি নিঃসন্দেহে হতে পারে এক চমৎকার বিকল্প।
সব খবর
ব্যাঙ্ক অফ বরোদা
ব্যাঙ্ক অফ বরোদার ৪৪৪ দিনের স্পেশাল এফডি স্কিমটি চালু হয়েছে ৫ মে, ২০২৫ থেকে। এই স্কিমে সাধারণ নাগরিকরা পাচ্ছেন ৭.১০% হারে সুদ, সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৬০%, আর সুপার সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন আরও একটু বেশি – ৭.৭০%। যারা নিশ্চিত রিটার্নের পাশাপাশি একটু বেশি লাভের আশা রাখেন, তাদের জন্যও এই স্কিমটি হতে পারে দারুণ একটা বিকল্প। বিশেষ করে যাঁরা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের জন্য এটা এক নিরাপদ ও লাভজনক অপশন হতে পারে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক
ইন্ডিয়ান ব্যাঙ্কের 444 দিন মেয়াদের স্পেশাল স্কিমটি 30 সেপ্টেম্বর, 2025 পর্যন্ত চলবে বলেই খবর। এই স্কিমে সাধারণ নাগরিকরা 7.15%, সিনিয়র সিটিজেনরা 7.65% এবং সুপার সিনিয়র সিটিজেনরা 7.90% হারে সুদ পাচ্ছে। বিশেষ করে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই স্কিমটি হতে পারে সোনায় সোহাগা।
যদিও এগুলি সবই ব্যাঙ্কের নির্দিষ্ট স্কিম। তবুও ফিক্সড ডিপোজিটের তুলনায় এই স্কিমগুলিতে চড়া হারে সুদ দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, বিনিয়োগ করার আগে অবশ্যই নিজে সমস্ত শর্ত ও সুদের হার যাচাই করে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে বা ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিয়ে তারপরে বিনিয়োগ করুন।


