যারা নিরাপদে টাকা বিনিয়োগ করতে চান, তাদের জন্য ফিক্সড ডিপোজিট সবসময়ই ভরসার জায়গা। ঝুঁকিমুক্ত এই বিনিয়োগে নির্দিষ্ট সময় পর ভালো অঙ্কের সুদ পাওয়া যায়। এবার পাবলিক সেক্টর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে এমনই এক বিশেষ এফডি স্কিম, যেখানে মাত্র ২ লক্ষ টাকা রাখলেই গ্রাহকরা পাচ্ছেন প্রায় ৩০,৯০৮ টাকা পর্যন্ত সুদ। এককথায়, বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে দারুণ লাভজনক সুযোগ।
Fixed Deposit
কত শতাংশ সুদ দেওয়া হচ্ছে? (Fixed Deposit)
উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরে রিজার্ভ ব্যাঙ্ক একাধিকবার রেপো রেট কমানোর ফলে বিভিন্ন ব্যাঙ্ক তাদের এফডি সুদের হার কমিয়ে দিয়েছে। কিন্তু ইউনিয়ন ব্যাঙ্ক একটু ভিন্ন পথে হেঁটে এখনো গ্রাহকদের তুলনামূলকভাবে বেশি সুদ দিচ্ছে। এখানে সাধারণ গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 6.60% সুদ, সিনিয়র সিটিজেনদের জন্য এই হার বেড়ে হয়েছে 7.10% এবং সুপার সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন সর্বোচ্চ 7.35% সুদ।
2 বছরের এফডি-তে কত রিটার্ন মিলবে?
ধরুন, আপনি যদি 2 লক্ষ টাকা 2 বছরের জন্য ইউনিয়ন ব্যাঙ্কের এফডিতে রাখেন, তাহলে মেয়াদপূর্তিতে হাতে পাবেন মোট 2,27,528 টাকা। অর্থাৎ সুদ হিসেবে আয় হবে 27,528 টাকা। কিন্তু এখানেই শেষ নয়—সিনিয়র সিটিজেন হলে আপনার মেয়াদপূর্তির অঙ্ক দাঁড়াবে 2,29,776 টাকা, যেখানে সুদের পরিমাণ হবে 29,776 টাকা। আর সুপার সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন সবচেয়ে বেশি—মোট 2,30,908 টাকা, অর্থাৎ সুদ থেকে আয় হবে পুরো 30,908 টাকা।
কেন এই ব্যাঙ্কের এফডি-কে বেছে নেবেন?
প্রথমত, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরকারের আয়ত্তে থাকায় নিরাপত্তায় বাড়তি নিশ্চয়তা পাওয়া যায়। পাশাপাশি সর্বনিম্ন 7 দিন থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের সুবিধা মেলে এই ব্যাঙ্কে। এমনকি সিনিয়র ও সুপার সিনিয়র সিটিজেনদের জন্য দেওয়া হয় বাড়তি সুদের হার। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন এবং স্বল্প বিনিয়োগে মোটা অংকের ফান্ড গড়ে তুলতে চান, তাহলে ইউনিয়ন ব্যাঙ্কের এফডি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |