27 C
Kolkata
Thursday, March 20, 2025

Google Pay UPI লেনদেনেও লাগবে চার্জ

Google Pay UPI: একসময় ছিল, যখন ডিজিটাল লেনদেন শুনলেই অনেকের মনে ভয় ঢুকে যেত। কিন্তু UPI আসার পর সেই সময়টা যেন ইতিহাস হয়ে গেছে। এখন চায়ের টাকা থেকে শুরু করে ফোন বা ল্যাপটপের মতো দামি জিনিসের পেমেন্ট—সবই কয়েক সেকেন্ডে করা যায়! আর এতে ক্যাশ রাখার ঝামেলাও নেই, নিরাপত্তাও অনেক বেশি। সবচেয়ে বড় ব্যাপার, এই সুবিধা একেবারে ফ্রি! ফলে সারা ভারতজুড়ে UPI-র দারুণ জনপ্রিয়তা। কিন্তু এবার ছবিটা বদলে যেতে পারে…

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UPI ব্যবহারকারীদের জন্য একটা বড় সুবিধা ছিল—দ্রুত, নিরাপদ এবং সম্পূর্ণ ফ্রি লেনদেন! তাই ছোট-বড় সবাই Google Pay বা PhonePe-এর মতো অ্যাপ ব্যবহার করে নিশ্চিন্তে টাকা লেনদেন করতেন। কিন্তু এবার পরিস্থিতি বদলাতে চলেছে! যদি আপনি Google Pay ব্যবহারকারী হন, তাহলে সাবধান! খুব শীঘ্রই UPI লেনদেনের জন্য চার্জ দিতে হতে পারে। হ্যাঁ, গোটা দেশের ৬৭ মিলিয়ন Google Pay ব্যবহারকারীদের জন্য এটা একটা বড় ধাক্কা হতে পারে!

আসলে স্মার্টফোন হোক বা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করতে হলে ছোট থেকে বড় সকলেরই ভরসা গুগুল বাবাজি। তাই UPI এর ক্ষেত্রেও Google Pay-কেই বেছে নিয়েচিলেন বেশিরভাগ মানুষেরাই। কিন্তু এতদিন বিনামূল্যে পরিষেবা দিলেও এবার দুঃসংবাদ দিল কোম্পানি। পেমেন্টের ক্ষেত্রে একটি ছোট্ট চার্জ কাটা হবে। যদিও সব ধরণের পেমেন্টে এই চার্জ বসছে না।

যেমনটা জানা যাচ্ছে, এখন থেকে যদি আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে Google Pay দিয়ে বিল পেমেন্ট করেন, তাহলে চার্জ দিতে হতে পারে। বিশেষ করে, ইউটিলিটি বিল—যেমন বিদ্যুৎ, জল বা গ্যাস বিল পেমেন্টের সময় ০.৫% থেকে ১% পর্যন্ত অতিরিক্ত চার্জ কাটা হতে পারে। তবে স্বস্তির খবর হলো, সাধারণ UPI লেনদেনের ক্ষেত্রে এখনো কোনো আলাদা চার্জ ধার্য করা হয়নি। তাই সাধারণ টাকা লেনদেন করতে চাইলে আপাতত চিন্তার কিছু নেই!

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর