Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

SSC Interview List: কবে...

Pinky Khan, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

ভারতীয় বিমান বাহিনীতে চাকরির...

Pinky Khan, কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য আছে এক চমৎকার সুযোগ!...

Weather News West Bengal:...

কার্তিক মাস শেষ হতে না হতেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। সকালবেলা...
Homeপড়াশোনা খবরস্কলারশিপHDFC পরিবর্তন স্কলারশিপ 2025: ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত বছরে ₹৭৫,০০০ পর্যন্ত স্কলারশীপ

HDFC পরিবর্তন স্কলারশিপ 2025: ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত বছরে ₹৭৫,০০০ পর্যন্ত স্কলারশীপ

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

HDFC Parivartan Scholarship 2025: ভারতে অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রী আছে যাঁদের স্বপ্ন উচ্চশিক্ষা গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ করতে পারে না। বিশেষ করে গ্রামের বা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির সন্তানরা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় এবং খুব অল্প বয়সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক এমন পরিস্থিতিতে স্কলারশিপ বা বৃত্তি হয়ে ওঠে তাদের জীবনের বড় সহায়ক। এবার থেকে আর কোনো মেধাবী ছাত্রছাত্রীকে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে হবে না, কারণ যতদিন পড়াশোনা চলবে ততদিন মোটা অংকের স্কলারশিপ পাওয়া যাবে। ক্লাস ওয়ান থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত দেওয়া হবে এই সুযোগ, যেখানে প্রায় ৭৫ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে।

২০২৫ সালে HDFC Bank নিয়ে এসেছে “পরিবর্তন স্কলারশিপ” (Parivartan Scholarship 2025), যা ক্লাস ওয়ান থেকে শুরু করে স্নাতকোত্তর ও পেশাগত কোর্স পর্যন্ত পড়ুয়াদের জন্য প্রযোজ্য। এই স্কলারশিপের সকল পড়ুয়া রায় আবেদন জানাতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে একজন শিক্ষার্থী বছরে সর্বোচ্চ ₹৭৫,০০০ টাকার আর্থিক সহায়তা পেতে পারেন। এর ফলে মাঝপথে আর কেউ পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবে না, অর্থ আর পড়াশোনার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।

HDFC পরিবর্তন স্কলারশিপ ২০২৫ কী?

HDFC Bank বহুদিন ধরেই কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করছে। সেই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে এসেছে HDFC Parivartan Scholarship 2025, যার মূল উদ্দেশ্য হলো মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। কারণ আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের পড়াশোনা যেন মাঝপথে থেমে না যায়, সেজন্যই এই উদ্যোগ। এই স্কলারশিপের আওতায় প্রথম শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর এমনকি পেশাদারী (Professional) কোর্সে পড়াশোনা করা শিক্ষার্থীরাও সুবিধা পাবেন।

কে কে আবেদন করতে পারবেন (Eligibility)

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • তিনি যদি ক্লাস ১ থেকে ১২, অথবা UG (স্নাতক), PG (স্নাতকোত্তর), Professional Courses-এ পড়াশোনা করেন, তবে আবেদন করতে পারবেন। তবে শর্ত হলো রেগুলার পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  • শেষ পরীক্ষায় অন্তত ৫৫% নম্বর পেতে হবে। মানে অন্যান্য স্কলারশিপের তুলনায় এই সুযোগ পাওয়া অনেকটাই সহজ।
  • পরিবারের বার্ষিক আয় ₹২.৫ লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির ছাত্রছাত্রীদেরই এই সহায়তা দেওয়া হবে।
  • সরকারি, বেসরকারি কিংবা যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন।

কত টাকা সহায়তা পাওয়া যাবে 

শিক্ষার স্তরবার্ষিক স্কলারশিপের অঙ্ক
ক্লাস ১ – ৬₹১৫,০০০
ক্লাস ৭ – ১২₹১৮,০০০
ITI, Diploma, Polytechnic₹১৮,০০০
সাধারণ স্নাতক (UG)₹৩০,০০০
স্নাতকোত্তর (PG)₹৩৫,০০০
পেশাগত স্নাতক (Professional UG)₹৫০,০০০
পেশাগত স্নাতকোত্তর (Professional PG)₹৭৫,০০০

আবেদনের শর্ত ও নিয়মাবলি

  • একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি স্কলারশিপে আবেদন করতে পারবেন। একসাথে একাধিক স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
  • আবেদন করার সময় দেওয়া সব তথ্য একেবারে সঠিক হতে হবে। ভুল তথ্য দিলেই আবেদন বাতিল হয়ে যাবে।
  • আবেদন অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে হবে। দেরি করলে আবেদন গ্রহণ করা হবে না।
  • কোনো অবস্থাতেই ভুয়া নথি জমা দেওয়া যাবে না। যদি এমনটা ধরা পড়ে, তাহলে আবেদনপত্র সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে।

 প্রয়োজনীয় কাগজপত্র

যারা যারা এই স্কলারশিপ এ আবেদন জানাতে ইচ্ছুক তাদের বেশকিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে।আবেদনের সময় নিম্নলিখিত নথি জমা দিতে হবে –

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Marksheet / Admit Card, Scorecard)
  • আধার কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট (Income Certificate)
  • স্কুল/কলেজের আইডি কার্ড
  • পাসপোর্ট সাইজ ফটো
  • ব্যাংক পাসবুকের কপি
  • নতুন ক্লাসে ভর্তির রশিদ

 অনলাইনে আবেদন পদ্ধতি

এখানে যারা আবেদন করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করা যাবে Buddy4Study পোর্টাল-এর মাধ্যমে।

  1. অফিসিয়াল ওয়েবসাইটে যান – buddy4study.com
  2. এখানে বিভিন্ন ধরনের এককলারশিপ অপশন আসবে ওর মধ্যে HDFC Parivartan Scholarship 2025 সেকশন সিলেক্ট করুন।
  3. নিজের ইমেল/মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  4. লগইন করে Application Form পূরণ করুন। এখানে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  5. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
  6. সবশেষে Submit বাটনে ক্লিক করুন।

শেষ তারিখ ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরুর তারিখ: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ✅
  • শেষ তারিখ: ৯ই সেপ্টেম্বর, ২০২৫ ⏰

পড়াশোনার পথে সবচেয়ে বড় বাধা অনেক সময় অর্থনৈতিক সমস্যা। অনেক মেধাবী ছাত্রছাত্রী শুধু টাকার অভাবে তাদের স্বপ্নপূরণ করতে পারে না। ঠিক এই জায়গাতেই HDFC Parivartan Scholarship 2025 হয়ে উঠছে বড় ভরসা।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -