24 C
Kolkata
Thursday, February 13, 2025

শীতকালীন পোশাক শুকানোর সহজ উপায়

শীতকালীন পোশাক শুকানোর সহজ উপায়, শীতকাল অনেকেরই পছন্দের সময়, কিন্তু শীতের পোশাকগুলো ব্যবহার করতে বেশ কিছু সমস্যা দেখা দেয়। মোটা পোশাক, লেপ, কম্বল, উলের পোশাক, কান ঢাকা দেবার মাফলার—এসব তো লাগেই। কেউ কেউ তো নামি দামি সোয়েটার, মোজা, টুপিও কেনেন আর ব্যবহার করেন। তবে, গরমকালে যেমন এক পোশাক একদিনের বেশি পরা যায় না, ঠিক তেমনি শীতকালে এক পোশাক তিন-চার দিন পরার পর সেটা থেকে বাজে গন্ধ বের হতে শুরু করে। আবার কারো চামড়ায় ইনফেকশনের মতো সমস্যা হতে পারে। এতে যেমন পোশাকের দামি হলেও পরতে ইচ্ছে করে, তেমনি সেগুলো পরিষ্কার করে শুকাতে বেশ কষ্ট হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শীতকালে পোশাক শোকানর ৩ সহজ উপায়

শীতকালে যদিও কিছুদিন রোদ চড়ে, তবে অনেক সময় রোদের দেখা পাওয়া যায় না। আবার বৃষ্টির দিনে তো রোদ আসে না একদম। এর ফলে, সব পোশাক রোদে শোকানোও সম্ভব হয় না। তবে চিন্তার কোনো কারণ নেই! রোদ ছাড়াও আপনার পছন্দের পোশাক শোকানোর বেশ কিছু সহজ উপায় রয়েছে। আসুন, জেনে নিই কীভাবে রোদ ছাড়া পোশাক শোকানো সম্ভব।

এই শীতকালে অনেকেই রুম হিটার ব্যবহার করেন, যা পোশাক শুকানোর জন্য বেশ কার্যকর। হিটার চালালে রুমে সহজেই আপনার পছন্দের পোশাক শুকিয়ে যাবে। তবে, সবার বাড়িতে রুম হিটার না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। হিটার ছাড়াও আরও কিছু সহজ উপায় রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার পোশাকগুলো সহজে শুকিয়ে নিতে পারবেন।

হেয়ার ড্রায়ার এখন প্রায় সবার বাড়িতে থাকে, আর এর দামও খুব বেশি নয়, তাই সহজেই পাওয়া যায়। সাধারণত চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়, তবে জানেন কি? এটি পোশাক শুকানোর কাজেও বেশ কাজে আসতে পারে! প্রথমে পোশাকটি একটি হ্যাঙ্গারের সাহায্যে ঝুলিয়ে রাখুন, তারপর হেয়ার ড্রায়ারটি চুল শুকানোর মতো ভেজা পোশাকের উপর চালিয়ে দিন। দেখবেন, খুব দ্রুত আপনার পোশাকটি শুকিয়ে যাচ্ছে!

ফ্যান তো সবার ঘরেই থাকে, তবে শীতকালে সাধারণত সেটা চালানো হয় না। কিন্তু জানেন কি, আপনার পোশাক শুকানোর কাজে ফ্যান বেশ সাহায্য করতে পারে! প্রথমে একটা ঘরে জামাকাপড় সুন্দর করে সাজিয়ে রাখুন, তারপর ফ্যান চালিয়ে দরজা বন্ধ করে দিন। কিছু সময় পর গিয়ে দেখবেন, জামাকাপড় খুব দ্রুত শুকিয়ে গেছে। এতে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার পোশাক শুকানো হয়ে যাবে!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection