HS 4th Semester Question Pattern: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) অবশেষে চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। ২৫শে সেপ্টেম্বর ২০২৫ (Memo No: L/PR/553/25) তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে প্রশ্নপত্রে থাকবে নতুন ‘2x Formula’। শিক্ষার্থীদের সুবিধার জন্য এই নতুন নিয়ম কীভাবে কাজ করবে এবং বিস্তারিত তথ্য জানতে পুরো আপডেটটি দেখুন।
HS 4th Semester Question Pattern
উচ্চ মাধ্যমিক (HS) 4th Semester প্রশ্নপত্রে দ্বিগুণ বিকল্পের সুযোগ নতুন ‘2x Formula’
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা Descriptive Pattern-এ হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর সরাসরি খাতায় লিখতে হবে। নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রতিটি টপিক বা ইউনিট থেকে বেশি বিকল্প প্রশ্ন দেওয়া হবে, যাতে তারা সহজে পছন্দের প্রশ্ন বেছে নিতে পারে এবং পরীক্ষার চাপ কমে।
নতুন ‘2x Formula’ অনুসারে—
- প্রতিটি টপিক বা ইউনিট থেকে যে সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে, তার দ্বিগুণ সংখ্যক বিকল্প প্রশ্ন থাকবে।
- সব বিকল্প প্রশ্ন একই টপিক বা ইউনিট থেকে আসবে, অন্য অধ্যায়ের প্রশ্ন এখানে থাকবে না।
- ১টি প্রশ্নের উত্তর দিতে হবে → ২টি বিকল্প প্রশ্ন থাকবে
- ২টি প্রশ্নের উত্তর দিতে হবে → ৪টি বিকল্প প্রশ্ন থাকবে
- ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে → ৬টি বিকল্প প্রশ্ন থাকবে
অবশ্যই পড়ুন: LIC Golden Jubilee Scholarship 2025: ছাত্র-ছাত্রীদের ২০,০০০ টাকা স্কলারশিপ, যোগ্যতা ও আবেদন
সব খবর
নমুনা প্রশ্নপত্র কাঠামো
★ ছাত্রছাত্রীদের জন্য সুবিধা – বিকল্পের সংখ্যা বাড়ায়, পরীক্ষায় প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ থাকবে। ফলে যেসব টপিক ভালোভাবে প্রস্তুত করা হয়েছে, সেখান থেকেই সহজে উত্তর লেখা যাবে। নীচে সংসদ প্রকাশিত একটি উদাহরণ কাঠামো দেওয়া হলো।
| টপিক (Topic) | ছোট প্রশ্ন টাইপ–১ (২ নম্বর) | ছোট প্রশ্ন টাইপ–২ (৫ নম্বর) | বর্ণনামূলক প্রশ্ন (১০ নম্বর) | মোট নম্বর |
|---|---|---|---|---|
| Learning & Learning Mechanism | ১×২=২ [1 out of 2] | – | – | ২ |
| Mental Health & Wellbeing | ১×২=২ [1 out of 2] | ১×৫=৫ [1 out of 2] | – | ৭ |
| Educational Technology | ১×২=২ [1 out of 2] | – | ১×১০=১০ [1 out of 2] | ১২ |
| Statistics in Education | ২×২=৪ [2 out of 4] | ১×৫=৫ [1 out of 2] | ১×১০=১০ [1 out of 2] | ২০ |
| Total | ১০ | ৭ | ২০ | ৪০ |
★ ভাষা বিষয়ের বিশেষ সুবিধা – বাংলা, ইংরেজি ইত্যাদি ভাষা বিষয়ের ক্ষেত্রে Unseen Questions (যেমন – রচনা, ইমেল লেখা ইত্যাদি) এর জন্য সাধারণ “2x Formula”-এর চেয়ে ২টির বেশি বিকল্প প্রশ্ন দেওয়া হতে পারে। এতে শিক্ষার্থীরা আরও বেশি বিকল্পের মধ্যে থেকে সহজেই পছন্দের প্রশ্ন নির্বাচন করতে পারবে।
অফিসিয়াল নোটিস (Official Notice)
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| নোটিস প্রকাশকারী সংস্থা | WBCHSE (West Bengal Council of Higher Secondary Education) |
| তারিখ | 25 সেপ্টেম্বর 2025 |
| মেমো নম্বর | L/PR/553/25 |
| নতুন নিয়ম | 2x Formula (Double Alternatives System) |
| প্রযোজ্য | HS 4th Semester – সমস্ত বিষয় |
| ★ অফিসিয়াল নোটিশ ও নমুনা প্রশ্ন প্যাটার্ন | Download PDF → |


