Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

ভারতীয় বিমান বাহিনীতে চাকরির...

Pinky Khan, কলকাতা: সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য আছে এক চমৎকার সুযোগ!...

তামাক ও পান মশলায়...

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায়...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...
Homeব্যবসা বাণিজ্যঅর্থনীতিকেন আসে আয়কর নোটিশ? ব্যাঙ্ক লেনদেনের ১০টি গোপন কারণ জানুন

কেন আসে আয়কর নোটিশ? ব্যাঙ্ক লেনদেনের ১০টি গোপন কারণ জানুন

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

Income Tax Notice: আপনি কি নিয়মিত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তোলেন বা জমা করেন? তাহলে সতর্ক হোন! আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, অনেক সময় আমরা ভাবি— ব্যাঙ্কে টাকা রাখা বা তোলা একেবারেই স্বাভাবিক বিষয়, এতে কোনও সমস্যা নেই। কিন্তু বাস্তবে আয়কর বিভাগ (Income Tax Department) এমন কিছু নির্দিষ্ট লেনদেনের উপর কড়া নজর রাখে, যেগুলি করলে সহজেই আপনি আয়কর নোটিশ (Income Tax Notice) পেতে পারেন। বিশেষ করে, যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে ঘন ঘন বা প্রচুর পরিমাণে টাকা জমা বা তোলার ঘটনা ঘটে, তাহলে তা আয়কর দফতরের সন্দেহের কারণ হতে পারে। তাই কোন কোন ধরনের লেনদেন করলে বিপদ ডেকে আনতে পারে, তা জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে ফেলুন।

ব্যাঙ্কে প্রচুর পরিমাণে নগদ অর্থ জমা

যদি আপনি একটি আর্থিক বছরে সর্বাধিক ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন, তাহলে ব্যাঙ্ক আয়কর দপ্তরকে জানাবে। তবে হ্যাঁ, এটি কোনও বেআইনি নয়। কিন্তু আপনাকে এই আয়ের উৎস প্রমাণ করতে হবে। উপহার কিংবা সম্পত্তি বিক্রি বা ব্যবসায়িক আয় সম্পর্কিত রশিদগুলি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে।

ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট

যদি আপনি একটি নির্দিষ্ট বছরে নগদে ১ লক্ষ টাকার বেশি লেনদেন করেন বা ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকার বেশি খরচ করেন, তাহলে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে আয়কর দপ্তরের নজরে আসে। এতে ভয়ের কিছু নেই, তবে দপ্তর তখন খতিয়ে দেখে আপনার আয় এবং জীবনযাত্রা একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। তাই বড় লেনদেনের ক্ষেত্রে সবসময় আয়ের উৎস ও প্রয়োজনীয় প্রমাণপত্র সংরক্ষণ করে রাখা ভালো (Income Tax Notice)।

ঘন ঘন বেশি পরিমাণে নগদ টাকা তোলা

যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বারবার বড় অঙ্কের টাকা তোলা হয় বা হঠাৎ করে জমার পরিমাণ বেড়ে যায়, তাহলে ব্যাঙ্ক সেই বিষয়ে প্রশ্ন তুলতে পারে। বিশেষ করে, যদি দেখা যায় আপনার আয় অনুযায়ী ব্যয় বা জমার পরিমাণ বাস্তবসম্মত নয়, তাহলে আয়কর দপ্তর থেকেও নোটিশ আসতে পারে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিতে হঠাৎ লেনদেন

যদি আগে বন্ধ হয়ে যাওয়া কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট হঠাৎ আবার সক্রিয় হয়ে যায় এবং সেখানে বড় অঙ্কের লেনদেন শুরু হয়, তাহলে ব্যাঙ্ক সেটি সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে সাময়িকভাবে আটকে দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তার জন্য ব্যবসা, সম্পত্তি বিক্রয় বা অন্য যে কোনও বৈধ আয়ের উৎস সম্পর্কিত নথি সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ।

বিদেশে টাকা খরচ করলে আসবে নোটিশ

যদি আপনি এক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের বিদেশি লেনদেন করেন, যেমন আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনাকাটা, ফরেক্স ট্রান্সফার বা অনলাইন সার্ভিসের জন্য পেমেন্ট করেন, তাহলে সেটি আয়কর দপ্তরের নজরে আসতে পারে। আসলে, আপনার আয়ের তুলনায় ব্যয় যদি বেশি দেখা যায়, তাহলে দপ্তর সেটি যাচাই করতে পারে। তাই বিদেশি লেনদেনের সময় আয়ের উৎস ও সমস্ত নথি ঠিকভাবে সংরক্ষণ করে রাখা জরুরি, যাতে প্রয়োজনে সহজে প্রমাণ করা যায় যে সব লেনদেন বৈধ।

একাধিক অ্যাকাউন্ট থাকা

যদি আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাতে কোনও সমস্যা নেই। তবে সব অ্যাকাউন্টের সুদের পরিমাণ একসাথে যোগ করে আয়কর রিটার্নে উল্লেখ করা অত্যন্ত জরুরি। অনেকেই এই ছোট বিষয়টি এড়িয়ে যান, কিন্তু আয়কর দপ্তরের সিস্টেম এখন এতটাই আধুনিক যে সামান্য ভুলও তারা ধরে ফেলতে পারে (Income Tax Notice)। তাই নিজের নিরাপত্তার জন্যই এই ভুলটি করবেন না।

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, আয়কর বিভাগ প্যান ভিত্তিক অটো রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে সমস্ত বড় লেনদেন পর্যবেক্ষণ করে। তাই নোটিশ জানানোর জন্য অবশ্যই আপনার আইটিআর ফাইল করার আগে আপনার AIS এবং ফর্ম 26AS পরীক্ষা করে নিতে হবে। পাশাপাশি প্রতিটি লেনদেনের জন্য ডকুমেন্টেশন রাখতে হবে এবং অন্যদের জন্য লেনদেন করার সময় সব ট্র্যাক করে রাখতে হবে।

JKNEWS24 এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য আপডেট পেতে অবশ্যই গুগল করুন JKNEWS24 BANGLA। পাশাপাশি ফলো করেন JKNEWS24 WHATSAPP CHANEL কে।

FAQ

বছরে কত টাকা আয় করলে আয়কর দিতে হবে?

বর্তমান আয়কর নীতিমালা অনুযায়ী, করমুক্ত আয়সীমা করদাতার ধরন অনুযায়ী ভিন্ন। ব্যক্তিশ্রেণির পুরুষ করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা নির্ধারিত হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা, নারী বা ৬৫ বছরের বেশি বয়সী পুরুষ করদাতার জন্য এই সীমা সাড়ে ৪ লাখ টাকা। অন্যদিকে, প্রতিবন্ধী করদাতা হলে করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা, আর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা

২০২৫-২০২৬ অর্থবছরে করমুক্ত আয়সীমা কত?

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। গত বছরের মতোই এই সীমা সাড়ে তিন লাখ টাকা (₹৩,৫০,০০০) রাখা হয়েছে। তবে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী দুই অর্থবছরের জন্য করমুক্ত আয়ের সীমা ধীরে ধীরে বাড়ানো হবে। অর্থাৎ, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বৃদ্ধি পেয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা (₹৩,৭৫,০০০) করার প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে সর্বোচ্চ কর হার কত?

সংশোধিত অর্থ আইন অনুযায়ী, করদাতাদের ওপর ‘করের বোঝা লাঘবে’ সরকার তা ২৫ শতাংশে বহাল রেখেছে। তবে, পরবর্তী অর্থবছরে অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে সর্বোচ্চ করের হার হবে ৩০ শতাংশ।

টিন সার্টিফিকেট করলে কি আয়কর দিতে হবে?

টিন (TIN/e‑TIN) সার্টিফিকেট পাওয়া মানেই প্রতি মাসে কর জমা দিতে হবে না, বরং বার্ষিক আয়কর রিটার্ন ফাইল করতে হয় (যদি আপনার আয়করযোগ্য হয়)।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -