Thursday, September 4, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

রাহুলের ভোটার অধিকার যাত্রায়...

রিপোর্ট অনুযায়ী, সামনে বিহার বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক আবহ তুঙ্গে। আর সেই প্রচারের...

টিম ইন্ডিয়ার বড় দায়িত্বে...

BCCI Proposal To MS Dhoni: ভারতীয় ক্রিকেট দলে আবারও বড় দায়িত্বে ফিরতে পারেন...

WB Caste Certificate Correction...

WB Caste Certificate Correction 2025: SC/ST/OBC সার্টিফিকেটে নিজের নাম ভুল রয়েছে কিংবা বাবার...

৫,০০০ টাকা বিনিয়োগে কোন...

10 Unique Business Idea: আজকের দিনে অনেকেই সরকারি বা বেসরকারি চাকরির অস্থিরতার কারণে...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

Most Popular

- Advertisement -
Homeব্যবসা বাণিজ্যঅর্থনীতিজিএসটি নতুন নিয়ম ২০২৫: ১৭৫টি পণ্যে দাম কমবে, ৪০% কর বসলো বিলাসবহুল...

জিএসটি নতুন নিয়ম ২০২৫: ১৭৫টি পণ্যে দাম কমবে, ৪০% কর বসলো বিলাসবহুল জিনিসে

India GST Reform 2025: কেন্দ্রীয় সরকার এবার কর কাঠামোয় বড় রদবদল আনল। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন করব্যবস্থা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সাধারণ মানুষের উপর থেকে করের চাপ কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। এতদিন জিএসটিতে চার ধরনের করহার ছিল—৫%, ১২%, ১৮% ও ২৮%। কিন্তু এবার সেই জটিলতা কমিয়ে শুধু দুটি করহার রাখা হলো—৫% ও ১৮%।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

তবে, কিছু বিশেষ পণ্যের জন্য আলাদা নিয়ম থাকছে। যেমন দামী গাড়ি, সিগারেট, তামাকজাত দ্রব্য, গুটখা-পানমশলা ও মাঝারি সিসির মোটরবাইকের ক্ষেত্রে ৪০% কর আরোপ করা হবে। অন্যদিকে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার ক্ষেত্রে আর কোনো জিএসটি দিতে হবে না, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই বিষয়ে দীর্ঘদিন ধরে সরব ছিলেন এবং কেন্দ্রকে চিঠি লিখেছিলেন।

সম্প্রতি বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে দেশের কর কাঠামো নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রায় ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধ এখন থেকে আরও সস্তায় পাওয়া যাবে। এর মধ্যে ক্যানসারের মতো গুরুতর রোগের ওষুধও অন্তর্ভুক্ত রয়েছে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

দুধ, পনির, রুটি, মাখন, শ্যাম্পু, ইনস্ট্যান্ট নুডলস, শেভিং ক্রিমের মতো প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যে এখন থেকে মাত্র ৫% কর দিতে হবে। আর ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধে কোনো কর থাকছেই না।

এছাড়াও চিকিৎসায় ব্যবহৃত অনেক যন্ত্রপাতি ও ওষুধ আগের চেয়ে সস্তা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণ মানুষের জন্য সুখবর হলো, ছোট গাড়ি, বাইক, এসি, টিভি এবং মোটর পার্টসের দামও কিছুটা কমবে। তবে অন্যদিকে, কোল্ডড্রিঙ্ক, সিগারেট, গুটখা, পানমশলা ও বিড়ির মতো ক্ষতিকর পণ্যে কর বাড়িয়ে ৪০% করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত সভায় জানান সিমেন্টের উপর জিএসটি ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এবং বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স এবং তিন চাকার যানবাহনের উপর জিএসটি হার ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে।
কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ১২টি জৈব কীটনাশক সারের‌ উপর থেকে কর ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকেই নতুন করহার ( জিএসটি) চালু হবে।

উল্লেখযোগ্যভাবে, এই জিএসটি সংস্কারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসে দেওয়া “দীপাবলির উপহার” ঘোষণার অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকার দাবি করছে, এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য কিছুটা আর্থিক স্বস্তি নিয়ে আসবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন