Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

Facebook Like Button বন্ধের...

অনলাইন দুনিয়ায় কার্যত একচেটিয়া রাজত্ব করছে ফেসবুক, আর সেই মেটা ...

SBI ও Yes Bank-এ...

দেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী সংস্থা, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC), সম্প্রতি একটি...
Homeব্যবসা বাণিজ্যঅর্থনীতিজিএসটি নতুন নিয়ম ২০২৫: ১৭৫টি পণ্যে দাম কমবে, ৪০% কর বসলো বিলাসবহুল জিনিসে

জিএসটি নতুন নিয়ম ২০২৫: ১৭৫টি পণ্যে দাম কমবে, ৪০% কর বসলো বিলাসবহুল জিনিসে

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

India GST Reform 2025: কেন্দ্রীয় সরকার এবার কর কাঠামোয় বড় রদবদল আনল। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন করব্যবস্থা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সাধারণ মানুষের উপর থেকে করের চাপ কমানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। এতদিন জিএসটিতে চার ধরনের করহার ছিল—৫%, ১২%, ১৮% ও ২৮%। কিন্তু এবার সেই জটিলতা কমিয়ে শুধু দুটি করহার রাখা হলো—৫% ও ১৮%।

তবে, কিছু বিশেষ পণ্যের জন্য আলাদা নিয়ম থাকছে। যেমন দামী গাড়ি, সিগারেট, তামাকজাত দ্রব্য, গুটখা-পানমশলা ও মাঝারি সিসির মোটরবাইকের ক্ষেত্রে ৪০% কর আরোপ করা হবে। অন্যদিকে, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার ক্ষেত্রে আর কোনো জিএসটি দিতে হবে না, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই বিষয়ে দীর্ঘদিন ধরে সরব ছিলেন এবং কেন্দ্রকে চিঠি লিখেছিলেন।

সম্প্রতি বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে দেশের কর কাঠামো নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রায় ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধ এখন থেকে আরও সস্তায় পাওয়া যাবে। এর মধ্যে ক্যানসারের মতো গুরুতর রোগের ওষুধও অন্তর্ভুক্ত রয়েছে।

দুধ, পনির, রুটি, মাখন, শ্যাম্পু, ইনস্ট্যান্ট নুডলস, শেভিং ক্রিমের মতো প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যে এখন থেকে মাত্র ৫% কর দিতে হবে। আর ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধে কোনো কর থাকছেই না।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

এছাড়াও চিকিৎসায় ব্যবহৃত অনেক যন্ত্রপাতি ও ওষুধ আগের চেয়ে সস্তা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণ মানুষের জন্য সুখবর হলো, ছোট গাড়ি, বাইক, এসি, টিভি এবং মোটর পার্টসের দামও কিছুটা কমবে। তবে অন্যদিকে, কোল্ডড্রিঙ্ক, সিগারেট, গুটখা, পানমশলা ও বিড়ির মতো ক্ষতিকর পণ্যে কর বাড়িয়ে ৪০% করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত সভায় জানান সিমেন্টের উপর জিএসটি ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এবং বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স এবং তিন চাকার যানবাহনের উপর জিএসটি হার ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে।
কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ১২টি জৈব কীটনাশক সারের‌ উপর থেকে কর ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর নবরাত্রির প্রথম দিন থেকেই নতুন করহার ( জিএসটি) চালু হবে।

উল্লেখযোগ্যভাবে, এই জিএসটি সংস্কারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসে দেওয়া “দীপাবলির উপহার” ঘোষণার অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকার দাবি করছে, এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য কিছুটা আর্থিক স্বস্তি নিয়ে আসবে।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -