আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

ট্রেনের টিকিটে কড়া নিয়ম, অনলাইনে কাটতে গিয়ে বদল লক্ষ্য করছেন?

Published on: January 5, 2026
ট্রেনের টিকিটে কড়া নিয়ম

বিগত কয়েক বছরে ট্রেনের টিকিট কাটতে গিয়ে সাধারণ যাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছে, তা কমাতেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। দালালচক্র ঠেকাতে আধার যাচাইকরণ চালুর পর এবার ২০২৬ সালের শুরুতেই অগ্রিম টিকিট বুকিংয়ের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল রেল মন্ত্রক। রেলের দাবি, এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য যাত্রীদের বুকিং অভিজ্ঞতা আরও সহজ করা, টিকিট নিয়ে কারচুপি কমানো এবং পুরো ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা। তবে প্রশ্ন উঠছেই—ঠিক কী কী বদল হয়েছে অগ্রিম টিকিট বুকিংয়ে, আর তার প্রভাবই বা পড়বে সাধারণ যাত্রীদের ওপর?

অনলাইনে টিকিট কাটতে আধার বাধ্যতামূলক

রেলওয়ের নতুন ঘোষণা অনুযায়ী, খুব শীঘ্রই অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করা যাবে শুধুমাত্র আধার-যাচাইকৃত IRCTC অ্যাকাউন্ট থেকেই। এর মানে হল, যেসব যাত্রীর আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে এখনও আধার কার্ড লিঙ্ক করা নেই, তারা আর আগের মতো সহজে অনলাইনে টিকিট কাটতে পারবেন না। রেলের মতে, এই নিয়ম চালু হলে ভুয়ো অ্যাকাউন্টের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ যাত্রীদের টিকিট পাওয়ার সুযোগ আরও বাড়বে।

এক কথায়, অনলাইনে অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বাধ্যতামূলক হয়ে গেল আধার কার্ড। রেলের ঘোষণা অনুযায়ী, যে সমস্ত যাত্রীর IRCTC অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা আজ অর্থাৎ 5 জানুয়ারি থেকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন না। এই কাজ শুধুমাত্র তারাই পারবেন যাদের IRCTC অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে।

রেলওয়ের তরফে জানানো হয়েছে, ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে অগ্রিম রিজার্ভেশনের প্রথম দিনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র আধার-যাচাইকৃত ইউজাররাই অনলাইনে সংরক্ষিত টিকিট বুক করতে পারবেন। এরপর ৫ জানুয়ারি ২০২৬ থেকে এই সময়সীমা বাড়িয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা করা হবে। পরবর্তীতে, ১২ জানুয়ারি ২০২৬ থেকে উদ্বোধনের দিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ পুরো দিনই কেবল আধার-যাচাইকৃত IRCTC অ্যাকাউন্টের মাধ্যমেই অনলাইনে টিকিট বুক করা যাবে। তবে রেলওয়ে স্পষ্ট করেছে, এই নিয়ম শুধুমাত্র অনলাইন বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং পিআরএস (Passenger Reservation System) কাউন্টার থেকে টিকিট কাটার বর্তমান প্রক্রিয়ায় কোনও পরিবর্তন করা হচ্ছে না।

ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

রেলওয়ে সূত্রে জানা গেছে, মূলত ভুয়ো অ্যাকাউন্টের বিস্তৃত নেটওয়ার্ক ভাঙতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ভুয়ো IRCTC অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরও প্রায় ৩ কোটি সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে প্রায় ৬ কোটি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা হবে বলে রেলের তরফে আশা প্রকাশ করা হয়েছে, যাতে করে সাধারণ যাত্রীরা ন্যায্যভাবে টিকিট বুক করার সুযোগ পান।

প্রসঙ্গত, অনলাইনে দিনে টিকিট বুকিংয়ের সময়সীমা বাড়ানো হলেও অগ্রিম টিকিট বা অগ্রিম রিজার্ভেশনের মোট সময়কাল কিন্তু কমিয়ে এনেছে ভারতীয় রেল। আগে যেখানে যাত্রীরা ১২০ দিন আগে থেকে টিকিট বুক করতে পারতেন, এখন সেই সময়সীমা কমিয়ে ৬০ দিনে আনা হয়েছে। রেলের মতে, এতে করে টিকিট মজুত করে রাখার প্রবণতা কমবে এবং সাধারণ যাত্রীরা আরও বেশি সুবিধা পাবেন। তাই ভারতীয় রেলের পক্ষ থেকে সব যাত্রীকে যত দ্রুত সম্ভব নিজেদের IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Rohan Khan

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now