জানুয়ারিতে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ: নতুন বছর আসতে আর মাত্র ৩ দিন বাকি। তারপরই শুরু হবে নতুন মাস আর নতুন আশা। তবে বছর বদলালেও আমাদের দৈনন্দিন জীবনে ব্যাঙ্কের প্রয়োজন যেমন ছিল, তেমনই থাকবে। তাই আগে থেকেই জেনে রাখা ভালো, জানুয়ারি মাসে ব্যাঙ্ক কবে কবে বন্ধ থাকবে। RBI ইতিমধ্যেই জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে।
সব খবর
জানুয়ারি মাসে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রতিমাসের শুরুতেই সংশ্লিষ্ট মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে। এই তালিকায় দেশের সব রাজ্যের ব্যাঙ্ক ছুটির তারিখ উল্লেখ থাকে। তবে সব ছুটি কিন্তু সব রাজ্যে কার্যকর হয় না। উদাহরণস্বরূপ, জানুয়ারি মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক ছুটি থাকছে, কিন্তু তার সবকটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে বাংলায় ঠিক কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে? আপনার ব্যাঙ্কিং কাজের পরিকল্পনা সহজ করার জন্য আসুন, এই তালিকাটি একবার দেখে নিই।
বন্ধ ঘরের দরজা, চোর নিয়ে গেল টোটো
সব খবর
জানুয়ারি মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা
১ জানুয়ারি ২০২৫ – বছরের প্রথম দিন
৫ ই জানুয়ারি ২০২৫ – রবিবার
৬ ই জানুয়ারি ২০২৫ – গুরু গোবিন্দ সিং জয়ন্তী
১১ ই জানুয়ারি ২০২৫ – মিশনারি ডে / দ্বিতীয় শনিবার
১২ ই জানুয়ারি ২০২৫ – স্বামী বিবেকানন্দ জয়ন্তী
১৩ ই জানুয়ারি ২০২৫ – লোহরি উৎসব
১৪ ই জানুয়ারি ২০২৫ – মকর সংক্রান্তি
১৫ ই জানুয়ারি ২০২৫ – থিরুভাল্লার ডে ও টুসু উৎসব
১৯ শে জানুয়ারি ২০২৫ – রবিবার
২৩ শে জানুয়ারি ২০২৫ – নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন
২৫ শে জানুয়ারি ২০২৫ – চতুর্থ শনিবার
২৬ শে জানুয়ারি ২০২৫ – সাধারণতন্ত্র দিবস
৩০ শে জানুয়ারি ২০২৫ – সোনাম লসার
এই ছিল জানুয়ারি মাসের ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা। তাই যদি ব্রাঞ্চে গিয়ে কোনো কাজ করার থাকে তাহলে এই দিনগুলি বাদে করতে হবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, ইউপিআই থেকে শুরু করে অনলাইনের সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |