নিখোঁজ শিবম ১২ বছর পর বাড়ি ফিরল, কেদারনাথ বিপর্যয়ের স্মৃতি

রহান, কলকাতা: ২০১৩ সালের কেদারনাথের ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছিল (Kedarnath Flood)। নিখোঁজ হয়েছিলেন বহু তীর্থযাত্রী। তাঁদের মধ্যেই একজন ছিলেন শিবম। বছরের পর বছর কোনও খোঁজ না মেলায় পরিবার ধরে নিয়েছিল—তিনি আর জীবিত নেই। হিন্দু রীতিনীতিমতো তাঁর শ্রাদ্ধ ও সৎকারও সম্পন্ন করা হয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, দীর্ঘ ১২ বছর পর জানা গেল—শিবম আসলে বেঁচে আছেন! তাঁর সন্ধান মিলেছে মহারাষ্ট্রের সাম্ভাজীনগরে।

কীভাবে মিলল শিবম এর খোঁজ? (Kedarnath Flood)

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালে সাম্ভাজীনগরের এক মন্দিরে চুরি হওয়ার ঘটনায় তদন্ত করতে গিয়ে পুলিশ চোরদের জেরা করার সময় শিবমের নামও সামনে আসে, কারণ তিনি সেই মন্দিরেই থাকতেন। শিবমকে আদালতে তোলা হলে বিচারক তাঁর মানসিক অবস্থার জটিলতা লক্ষ্য করে পুণের মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে তদন্তে পরিষ্কার হয় যে চুরির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং তাঁকে হাসপাতাল থেকে ছাড়াও দেওয়া হয়। কিন্তু এখানেই উঠে আসে বড় প্রশ্ন—আসলে তিনি কে, তাঁর বাড়ি কোথায়? আর সেই খোঁজ থেকেই বেরিয়ে আসে অবিশ্বাস্য তথ্য, তিনি কেদারনাথ বিপর্যয়ের পর নিখোঁজ হওয়া শিবমই।

আরও পড়ুনঃ Starlink Plan Cost: ৩০ দিনের ফ্রি ট্রায়াল ও নতুন প্ল্যানের দাম জানুন

আরএমএইচ-এর সোশ্যাল সার্ভিস সুপারিন্টেনডেন্ট রোহিণী ভোসলে জানান, শিবমের সঙ্গে কথা বলা বেশ কঠিন ছিল, কারণ তিনি পাহাড়ি ভাষায় কথা বলতেন এবং পোলিও আক্রান্ত হওয়ায় চলাফেরাতেও সমস্যা ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, এমন অবস্থায় শিবম চুরির সঙ্গে যুক্ত—এটা কখনই স্বাভাবিক মনে হয়নি। এরপর ২০২৩ সালে হঠাৎই শিবমের স্মৃতিতে ভেসে ওঠে একটি নাম—‘প্রেম বিদ্যালয়’, রুরকী। আর এই একটি নামই হয়ে ওঠে তাঁর পরিচয়ের প্রথম সূত্র। সঙ্গে সঙ্গেই রুরকী থানায় যোগাযোগ করা হয়, এবং সেখান থেকেই মিলতে শুরু করে তাঁর পরিবারের খোঁজ।

শিবমকে ১২ বছর পর পেয়েছে পরিবার

বহু ভুল বোঝাবুঝি, মানসিক অসুস্থতা এবং পরিচয়ের বিভ্রান্তির মধ্য দিয়ে অবশেষে ৫৫ বছর বয়সে শিবম ৫ নভেম্বর ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। হাসপাতালের সূত্র অনুযায়ী, শিবম Disorganized Schizophrenia নামে এক রোগে আক্রান্ত ছিলেন, যার ফলে মানুষের চিন্তাভাবনা ও দৈনন্দিন কাজকর্ম প্রায় সম্পূর্ণ বিকল হয়ে যায়। তবে বর্তমানে তাঁর পরিবার তাঁকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছে এবং আপাতত তারা কোনও রকম মন্তব্য করতে চাইছেন না।

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -