প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কর্মসূত্রে কলকাতায় আসেন, আবার বহু মানুষ এখানেই বসবাস করেন। কিন্তু শহরের ব্যস্ত রাস্তায় বা সরু গলিতে একটু তাকালেই যা চোখে পড়ে, তা বেশ দৃষ্টিকটূ—মাথার ওপরে ঝুলতে থাকা তারের জঞ্জাল! বিদ্যুৎ, ব্রডব্যান্ড, কেবল টিভি—নানান পরিষেবার তার একসঙ্গে জট পাকিয়ে ইলেকট্রিক খুঁটিগুলোর চারপাশে যেন এক চক্রব্যূহ তৈরি করেছে। শুধু খুঁটিতেই নয়, অনেক জায়গায় আবার ছেঁড়া তার পড়ে থাকে রাস্তায়। আর যখনই কোনো রিপেয়ারিংয়ের দরকার হয়, তখন এই বিশৃঙ্খলা আরও বড় সমস্যা তৈরি করে। এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।
জানা গেছে, শহরের প্রতিটি কেবল অপারেটরদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছে কলকাতা পুরসভা। মূলত যেখানে-সেখানে তার ফেলে রাখা বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও আলো বিভাগের মেয়র পরিষদ সন্দীপরঞ্জন বক্সী জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই ওভারহেড কেবলের কাজ শেষ করতে হবে। অর্থাৎ, এলোমেলো তারের জঞ্জাল সরিয়ে নির্দিষ্ট নিয়ম মেনেই তার বিছানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুরসভা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ১০ দিনের মধ্যে যা করার, তা করে নিতে হবে। এরপর থেকে আর ওভারহেড দিয়ে কোনো তার ফেলতে দেওয়া হবে না। আর যদি এরপরও কোথাও এলোমেলোভাবে তার ফেলা হয়, তাহলে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তবে, এই নির্দেশনা জারি হওয়ার পর এখনও পর্যন্ত কেবল অপারেটরদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিন মেয়র পরিষদ সন্দীপরঞ্জনবাবু জানিয়েছেন, শহরের বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে তার পড়ে থাকার ফলে দৃশ্যদূষণ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা নিয়ে বারবার আলোচনা করার পরেও কোন সমাধান না হওয়ায়, এবার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি এরপরও কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে পুলিশ ডেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |