ঘূর্ণিঝড় ‘মান্থা’-র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে (Kolkata Weather Update)। পাশাপাশি কলকাতা ও হলদিয়া বন্দরে জারি করা হয়েছে দূরবর্তী সতর্কীকরণ সংকেত নম্বর ২, এবং সাগর দ্বীপে বিভাগীয় সতর্কতা সংকেত কার্যকর করা হয়েছে। আজ বুধবার সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে দিঘা, কাঁথি ও কাকদ্বীপে সমুদ্র বেশ উত্তাল। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Kolkata Weather Update)
প্রথমেই দেখা যাক, বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (Kolkata Weather Update) কেমন থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মান্থা’-র প্রভাব আজও রাজ্যের উপর বিরাজ করবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত জেলায় আবহাওয়া দফতর হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার একটু নজর দেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। আজ, বুধবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই এলাকাগুলিতে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, আর কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি কিছু জায়গায় মেঘলা আকাশ এবং দমকা হাওয়াও বইতে পারে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন বৃষ্টির কারণে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। অর্থাৎ, আপাতত রাজ্যের উত্তর ও দক্ষিণ — দুই দিকেই বৃষ্টি অব্যাহত থাকবে।
সব খবর
🔴 JKNEWS24– প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত খবর জানতে ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট এক ক্লিকে আপনার মোবাইলে!


