বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 10

রাজ্যে ২০০২ সালের তালিকার সঙ্গে মিল নেই ২৬ লাখ ভোটারের নাম! বড় চাঞ্চল্য নির্বাচন কমিশনে

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান সংশোধিত তালিকা মিলিয়ে দেখা হয়েছে (26 lakh voter mismatch)। সেই তুলনায় দেখা যাচ্ছে—প্রায় ২৬ লাখ ভোটারের নাম নতুন তালিকায় নেই।

ইতিমধ্যেই ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটালাইজেশন করা হয়েছে। এগুলো ধাপে ধাপে পুরনো ডেটার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কমিশনের আধিকারিকদের দাবি, ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এর পাশাপাশি জানা গেছে, এখনও ১৪ লাখ এনুমারেশন ফর্ম জমা পড়েনি। মৃত ভোটার, ঠিকানা বদলানো, ডুপ্লিকেট ফর্ম—এসব কারণে বাদ পড়া নামের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। মঙ্গলবার পর্যন্ত জমা না হওয়া ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯২ হাজার।

LPG থেকে পেনশন—১ ডিসেম্বর থেকেই আসছে ৫ বড় বদল!

প্রতিবছরই ডিসেম্বরকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে বড় পরিবর্তন দেখা যায় (December 1 Rule Changes India)। এ বছরও তার ব্যতিক্রম নয়। নভেম্বর শেষ হতে আর কয়েকটা দিন বাকি, আর ডিসেম্বরের প্রথম দিন থেকেই দেশের সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে এমন পাঁচটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে পেনশন পরিষেবা— নিত্যদিনের জীবনের সঙ্গে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই নতুন নিয়মের প্রভাব পড়বে। তাই ডিসেম্বরকে সামনে রেখেই অনেকেই এখন থেকেই জানতে চাইছেন, ঠিক কোন কোন ক্ষেত্রে আসছে বড় বদল এবং তার প্রভাব কীভাবে পড়বে সাধারণ মানুষের ওপর।

প্রথম পরিবর্তন (December 1 Rule Changes India)

এলপিজির দামে পরিবর্তন প্রায় প্রতি মাসেরই ১ তারিখে করে থাকে তেল কোম্পানিগুলি। তাই ডিসেম্বরেও একই ধারাই বজায় থাকতে পারে বলে ধারণা। আজতকের রিপোর্টে জানানো হয়েছে, বাণিজ্যিক এবং গৃহস্থলীর— দু’ধরনের রান্নার গ্যাসের ক্ষেত্রেই দাম বাড়তে বা কমতে পারে। শেষবার ১ নভেম্বর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬ টাকা ৫০ পয়সা কমানো হলেও গৃহস্থের ব্যবহারের এলপিজির দাম বেশ কিছুদিন ধরেই অপরিবর্তিত রয়েছে। তবে সূত্র বলছে, ১ ডিসেম্বর সেই দামেও পরিবর্তন আসতে পারে।

দ্বিতীয় পরিবর্তন

যাঁরা অবসরপ্রাপ্ত এবং নিয়মিত পেনশন পাচ্ছেন, তাঁদের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সময়সীমা চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ে এটি জমা না দিলে ১ ডিসেম্বর থেকেই পেনশন বন্ধ হয়ে যেতে পারে। তাই পেনশন যাতে আটকে না যায়, সে জন্য চলতি মাসের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দিয়ে কাজটি সেরে ফেলা জরুরি।

তৃতীয় পরিবর্তন

ইউনিফাইড পেনশন স্কিম (UPS) বেছে নেওয়ার সুযোগ আগেই শেষবারের মতো বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল। অর্থাৎ, এই সরকারি পেনশন স্কিমে যোগ দিতে হলে হাতে আর মাত্র কয়েকটা দিনই সময় আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে ১ ডিসেম্বর থেকে UPS-এর সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কর্মীরা। তাই স্কিমে যুক্ত হতে চাইলে ৩০ নভেম্বরের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফেলাই শ্রেয়।

চতুর্থ পরিবর্তন

অন্যান্য বছরের মতোই, চলতি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরেও সিএনজি, পিএনজি এবং জেট ফুয়েলের দামে পরিবর্তন আসতে পারে। সাধারণত প্রতি মাসের শুরুতেই বিভিন্ন তেল সংস্থা প্রাকৃতিক গ্যাস (CNG, PNG) এবং ফুয়েলের দাম পর্যালোচনা করে নতুন হার নির্ধারণ করে থাকে। তাই বর্তমান যে দাম চলছে, তা ১ ডিসেম্বর থেকেই বদলে যেতে পারে। এখন দেখার বিষয়—দাম বাড়বে, নাকি কমবে।

পঞ্চম পরিবর্তন

সরকারের তরফে বহু আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গত অক্টোবর মাসে যাদের টিডিএস কেটে নেওয়া হয়েছে তাদের ধারা 194 আই এ, ধারা 194 আইবি, 194 এস এবং 194 বি ধারার অধীনে প্রমাণ পত্র জমা দিতে হবে। যার শেষ তারিখ 30 নভেম্বর। সেক্ষেত্রে 1 ডিসেম্বর হয়ে গেলে সমস্যা বাড়তে পারে।

শীতে কাঁপবে দক্ষিণবঙ্গের ৭ জেলা! কেমন থাকবে আজকের আবহাওয়া

নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের চোখ রাঙানিকে সঙ্গী করেই ফের ঠান্ডার দাপট বাড়তে শুরু করেছে কলকাতা সহ গোটা বাংলা (Weather Today)। যদি মনে করে থাকেন—এটাই শীতের শেষ কথা, তাহলে কিন্তু একটু ভুল ভাবছেন! আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিন আরও ভালোভাবেই শীতের আমেজ টের পাবেন সবাই। বেশ কিছু জেলায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আজ, বৃহস্পতিবারও রাজ্যের বহু জেলায় ঠান্ডা অনুভূত হবে বলে আগাম বার্তা দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today)

জানা গিয়েছে, চলতি মাসের শেষ পর্যন্ত তাপমাত্রার এই ওঠানামাই বজায় থাকবে। তবে ডিসেম্বরেই শুরু হবে শীতের আসল খেলা! বিশেষ করে ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে বাংলায় ঠান্ডার দাপট এক ধাক্কায় আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার আগেই একবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া (Weather Today) কেমন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ঠান্ডা জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হাওড়া জেলায়। এসব জেলায় তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

শুধু তা-ই নয়, সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১২ থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আর দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সব মিলিয়ে বলা যায়—ডিসেম্বরের শুরুতেই শীত তার জমকালো উপস্থিতি জানাতে চলেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পর এবার চোখ উত্তরবঙ্গের দিকে। ইতিমধ্যেই দার্জিলিংয়ে শীতের দাপট বেশ জোরালো—সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে পৌঁছেছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। সমতলের দিকে তাকালে আলিপুরদুয়ারেও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি। আপাতত দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পং—এই জেলা গুলিতে তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ১৩-১৪ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও আগামী কয়েক ঘণ্টায় পারদ আরও একটু নামার সম্ভাবনা রয়েছে। খুশির খবর, উত্তরবঙ্গের আকাশে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

শুরুতেই বেতন ₹64,820! ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে একাধিক শূন্যপদে নিয়োগ শুরু

pinky,কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? বিশেষ করে ব্যাঙ্কের চাকরিতে ঢোকার স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য সত্যিই দারুণ খবর। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার স্পেশালিস্ট অফিসার নিয়োগের (Bank of India Recruitment 2025) নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন, আর চাকরি পেলে শুরুতেই বেশ মোটা অংকের বেতন পাওয়ার সুযোগ রয়েছে। এখানে এক নজরে জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি (Bank of India Recruitment 2025)

সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে মোট ১১৫টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। এর মধ্যে SCALE IV-এ ১৫টি, SCALE III-এ ৫৪টি এবং SCALE II-এ ৪৬টি পদ খালি রয়েছে। বিভিন্ন অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে এই পদগুলোতে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি দরকার। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা বিটেক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

বেতন কাঠামো কী রয়েছে?

জানা গিয়েছে, MMGS-II পদের ক্ষেত্রে মাসিক বেতন থাকবে ₹64,820 থেকে ₹93,960, আর MMGS-III পদের জন্য বেতন নির্ধারিত হয়েছে ₹85,920 থেকে ₹1,05,280। পাশাপাশি SMGS-IV পদের প্রার্থীরা প্রতি মাসে পাবেন ₹1,02,300 থেকে ₹1,20,940 পর্যন্ত বেতন। অর্থাৎ শুরুতেই মোটা অঙ্কের স্যালারি নিশ্চিত করা হচ্ছে এই নিয়োগে।

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে এখানে  ক্লিক করুন।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে সাবমিট করে দিন।

Bank of India Official Notification- Download Now

পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার শেষ সুযোগ! জানুন কোন পরীক্ষার জন্য এসএসসি দিচ্ছে সুবিধা

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) চলতি মাসেই পরীক্ষার্থীদের জন্য বড় সুবিধা চালু করেছিল—নিজেদের সুবিধামতো পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার সুযোগ (SSC Slot Selection 2025)। জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই), সাব-ইনস্পেক্টর (এসআই–দিল্লি পুলিশ) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ) নিয়োগ পরীক্ষার জন্য এই নিয়ম কার্যকর ছিল। তবে অনেকেই সময়মতো আবেদন করতে না পারায় এবার পরীক্ষার্থীদের আরও সুযোগ দিতে ‘সেলফ স্লট সিলেকশন’-এর আবেদনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসএসসি।

SSC Slot Selection 2025

২০২৫ সাল থেকেই এসএসসি তাদের বিভিন্ন পরীক্ষায় নতুন সুবিধা চালু করেছে—‘সেলফ স্লট সিলেকশন’। প্রথমে এসএসসি সিএইচএসএল পরীক্ষায় এই সুবিধা দেওয়া হলেও পরে তা ধীরে ধীরে অন্য পরীক্ষাগুলিতেও কার্যকর করা হয়। এই ব্যবস্থার ফলে পরীক্ষার্থীরা নিজেরাই ঠিক করতে পারেন কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবেন, কোন দিন বা কোন শিফটে বসবেন—সবই তাদের সুবিধামতো। এসএসসি জানিয়েছে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ এবং পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক করতেই এই নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসএসসি আগেই জানিয়েছিল যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার স্লট নির্বাচন করার সুযোগ থাকবে ১০ থেকে ১৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত, আর এসআই ও সিএপিএফ পরীক্ষার জন্য স্লট বেছে নেওয়া যাবে ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত। তবে নতুন বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, যারা আগে এই সুযোগ কাজে লাগাতে পারেননি, তারা এখন ২৮ নভেম্বর পর্যন্ত ‘সেলফ স্লট সিলেকশন’ করতে পারবেন। রাত ১১টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে, তাই শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া না করাই ভালো।

পরীক্ষার্থীদের এ জন্য কমিশনের ওয়েবসাইট ssc.gov.in -এ গিয়ে আবেদন জানাতে হবে। কমিশনের তরফে ‘বেস্ট এফর্ট’-এর ভিত্তিতে পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে পরীক্ষার্থীদের। যদি পরীক্ষার্থীদের জন্য ওই কেন্দ্রে কোনও শূন্য আসন না থাকে, তা হলে পছন্দের পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি কোনও কেন্দ্রে তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হবে। তবে এই পর্বে পরীক্ষাকেন্দ্র বেছে না নিলে তাঁদের জন্য অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হবে না।

বাড়তে চলেছে ইন্টারনেটের গতি! নোকিয়ার সাথে বড় চুক্তিতে রেলটেল

ফোনের জগতে একসময় রাজত্ব করা নোকিয়া আবারও শিরোনামে, আর তার কারণ রেলটেলের সঙ্গে নতুন অংশীদারিত্ব (RailTel Nokia Partnership)। একসময়ের জনপ্রিয় এই ব্র্যান্ড এবার রেলটেলের ন্যাশনাল লং ডিস্ট্যান্স ও মেট্রো অপটিক্যাল নেটওয়ার্ককে আরও আধুনিক করতে হাত মিলিয়েছে। ANI সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ চুক্তির ফলে দেশজুড়ে হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি আরও শক্তিশালী হবে এবং নেটওয়ার্কের মানও উন্নত হবে। স্বাভাবিকভাবেই এর বড় প্রভাব পড়বে ভারতীয় ইন্টারনেটের গতিতে, যা আরও দ্রুত ও নির্ভরযোগ্য হওয়ার আশা করা হচ্ছে।

বড় লক্ষ্য নোকিয়ার (RailTel Nokia Partnership)

রিপোর্ট অনুযায়ী, ভারতীয়দের ইন্টারনেট অভিজ্ঞতাকে আরও আধুনিক করতে রেলটেল তার পুরনো DWDM পরিকাঠামোর বদলে নোকিয়ার অত্যাধুনিক 1830 Photonic Service Switch প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তির ফলে প্রতি বিট ডেটা পরিবহনের খরচ যেমন কমবে, তেমনই নেটওয়ার্কের ক্ষমতা ও স্থিতিশীলতাও অনেকটা বাড়বে। ফলে দেশের ইন্টারনেট স্পিড আরও দ্রুত এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, এতদিন যেসব ফাইবার স্পেকট্রাম অব্যবহৃত ছিল, এবার সেগুলিকেও কাজে লাগানো হবে— যা পুরো নেটওয়ার্ক সিস্টেমকে আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

বিশেষজ্ঞদের মতে, নোকিয়া ও রেলটেলের এই নতুন চুক্তির ফলে ভারতের ইন্টারনেট ব্যবস্থায় বড়সড় উন্নতি আসতে চলেছে। আপগ্রেডেশনের অংশ হিসেবে দেশের প্রধান বড় শহরগুলির মধ্যে দিয়ে শুরু হবে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ল্যামডা রুট, যার মাধ্যমে আরও দ্রুত ও বাধাহীনভাবে ডাটা চলাচল করতে পারবে। ফলে ইন্টারনেট কানেকশন হবে আরও স্থিতিশীল ও নির্ভরযোগ্য। রিপোর্ট বলছে, এই আধুনিকায়নের সরাসরি সুফল পাবেন রেলটেলের এন্টারপ্রাইজ গ্রাহকরা এবং সাধারণ ব্রডব্যান্ড ব্যবহারকারীরাও— সবার ইন্টারনেট অভিজ্ঞতাই হবে আরও দ্রুত ও উন্নত।

রেলটেলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার এই চুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, অপটিক্যাল ট্রান্সপোর্ট সিস্টেম এবং CG NAT আধুনিকীকরণে এই পার্টনারশিপ বড় ভূমিকা নেবে, আর নোকিয়ার উন্নত প্রযুক্তির সাহায্যে রেলটেল গ্রাহকদের আরও দ্রুত ও স্থিতিশীল পরিষেবা দিতে পারবে। রিপোর্ট আরও বলছে, নোকিয়ার আধুনিক নেটওয়ার্ক ব্যবস্থা রেলটেলের গ্রাহকদের ইন্টারনেট সংক্রান্ত অভিযোগ অনেকটাই কমিয়ে দেবে। নোকিয়ার দাবি, তাদের 7750 সার্ভিস রাউটার সহজেই হাই-স্পিড ডেটা ট্রাফিক সামলাতে সক্ষম। পাশাপাশি ভারতের দ্রুত বেড়ে চলা ইন্টারনেট চাহিদা পূরণে রেলটেলকে সর্বাত্মকভাবে সহায়তা করবে বলেও জানিয়েছে সংস্থাটি।

দক্ষিণবঙ্গে বাড়ছে শীত! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

নভেম্বরের শেষে আবারও রাজ্য জুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে (Weather Update)। কয়েকদিন আগে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত শীতের প্রভাব অনেকটাই কমে গিয়েছিল। সকাল-বিকেলের কুয়াশা বাড়ায় শীতপ্রেমীদের মনও একটু খারাপ হয়ে পড়েছিল। তবে অগ্রায়নের দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি বদলেছে—কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঠান্ডার দাপট ফিরে এসেছে, আর তাই আবহাওয়ায় ফিরছে সেই চেনা শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলের কাছেও আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী দিনে আরও শক্তিশালী হতে পারে। যদিও এই দুই নিম্নচাপের সরাসরি প্রভাব এখনই বাংলায় পড়বে না। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জারি হয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা। তামিলনাডু, পুদুচেরি ও করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চলুন, এবার দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া কেমন থাকতে পারে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া (Weather Update)

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুষ্ক হাওয়ার কারণে সকালে এবং রাতে হালকা শীতের আমেজ অনুভূত হলেও দিনের বেলায় সেই ঠান্ডা মিলিয়ে যাবে। তাপমাত্রা প্রায় প্রতিদিনই ১ থেকে ২ ডিগ্রি ওঠানামা করতে পারে।

দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে এই ক’দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বুলেটিনের শেষ আপডেট অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। তবে সকালের দিকে কুয়াশার প্রভাব বজায় থাকায় গাড়ি চালানো বা যাতায়াতে সামান্য সমস্যা হতে পারে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও শীতের কামড় বজায় থাকবে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে উত্তরের অন্যান্য জেলাতেও পারদের পতন লক্ষ্য করা গিয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তাই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে চলেছে। পাশাপাশি সকালে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও থাকছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানা গিয়েছে।

রাজ্যে আধিকারিক নিয়োগ: পরীক্ষা ও ইন্টারভিউ নেবে WBPSC, দেখে নিন যোগ্যতা

রাজ্যের কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে অধিকর্তা পদে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে (WBPSC Recruitment)। এই নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ— দু’টিই হবে নির্বাচনের জন্য। নৃতত্ত্ব, সমাজবিদ্যা, অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞান— এই চারটির যে কোনও বিষয়ে ডক্টরাল ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি এই ক্ষেত্রে অন্তত দশ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতাও প্রয়োজন।

WBPSC Recruitment

এ ছাড়া রাজ্য ও পার্শ্ববর্তী এলাকার তফশিলি জাতি ও উপজাতিভুক্ত জনগোষ্ঠীকে কেন্দ্র করে গবেষণার অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা বিশেষ সুবিধা পাবেন। সমস্ত যোগ্যতা ও শর্তাবলি WBPSC-এর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতেই বিস্তারিত উল্লেখ রয়েছে, তাই আবেদন করার আগে সেটি দেখে নেওয়া জরুরি।

রাজ্যের কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের এই শূন্যপদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউ— এই দুই ধাপের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন, আর আবেদনমূল্য নির্ধারিত হয়েছে ২১০ টাকা। আগ্রহীরা ৩ ডিসেম্বর পর্যন্ত WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

উল্লেখযোগ্য বিষয় হল, এই পদে মাত্র একজনকেই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন হবে ৯৫,১০০ থেকে ১,৪৮,০০০ টাকার মধ্যে।

বীরভূমে সরকারি চাকরির সুযোগ! কোন যোগ্যতায় আবেদন করা যাবে?

বীরভূম জেলার প্রশাসনিক দফতরে নতুন চাকরির সুযোগ এসেছে (WB Govt Job)। জেলার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যক্ষ্মা স্বাস্থ্য পরিদর্শক এবং সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার—এই দুই পদে নিয়োগ করা হবে। দু’টিই চুক্তিভিত্তিক পদ, এবং মোট শূন্যপদ রয়েছে ২টি

এই নিয়োগের দায়িত্বে রয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এ ছাড়া কম্পিউটার অপারেশনস-এ সার্টিফিকেট কোর্স করাও বাধ্যতামূলক।

আবেদন করবেন কী ভাবে? (WB Govt Job)

বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৮ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি (https://birbhum.gov.in/) দেখে নিতে হবে।

খড়্গপুর আইআইটিতে চাকরি: গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন, যোগ্যতা ও বিভাগ দেখে নিন

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) খড়্গপুরে গবেষণা প্রকল্পে ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগের সুযোগ এসেছে (IIT Kharagpur Recruitment)। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রজেক্টটি চালিত হচ্ছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড (CMPDI)–এর অর্থানুকূল্যে। মোট শূন্যপদ রয়েছে ২টি। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে পাবেন ২৫,০০০ টাকা বেতন।

আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। যোগ্যতার ক্ষেত্রে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা B.Tech অথবা BE ডিগ্রি থাকা আবশ্যক। অন্য যোগ্যতার নিয়মগুলি জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে? IIT Kharagpur Recruitment

আইআইটি খড়্গপুরে ফিল্ড ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে হলে প্রথমেই যেতে হবে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে। হোমপেজে ঢুকেই ‘Jobs’ সেকশনে ক্লিক করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকেই সরাসরি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যাবে।

মনে রাখবেন, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর। তার আগেই প্রয়োজনীয় নথি হাতে রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যোগ্যতা, নিয়ম ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নিন।