প্রতিবছরই ডিসেম্বরকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে বড় পরিবর্তন দেখা যায় (December 1 Rule Changes India)। এ বছরও তার ব্যতিক্রম নয়। নভেম্বর শেষ হতে আর কয়েকটা দিন বাকি, আর ডিসেম্বরের প্রথম দিন থেকেই দেশের সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে এমন পাঁচটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে। রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে পেনশন পরিষেবা— নিত্যদিনের জীবনের সঙ্গে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই নতুন নিয়মের প্রভাব পড়বে। তাই ডিসেম্বরকে সামনে রেখেই অনেকেই এখন থেকেই জানতে চাইছেন, ঠিক কোন কোন ক্ষেত্রে আসছে বড় বদল এবং তার প্রভাব কীভাবে পড়বে সাধারণ মানুষের ওপর।
প্রথম পরিবর্তন (December 1 Rule Changes India)
এলপিজির দামে পরিবর্তন প্রায় প্রতি মাসেরই ১ তারিখে করে থাকে তেল কোম্পানিগুলি। তাই ডিসেম্বরেও একই ধারাই বজায় থাকতে পারে বলে ধারণা। আজতকের রিপোর্টে জানানো হয়েছে, বাণিজ্যিক এবং গৃহস্থলীর— দু’ধরনের রান্নার গ্যাসের ক্ষেত্রেই দাম বাড়তে বা কমতে পারে। শেষবার ১ নভেম্বর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬ টাকা ৫০ পয়সা কমানো হলেও গৃহস্থের ব্যবহারের এলপিজির দাম বেশ কিছুদিন ধরেই অপরিবর্তিত রয়েছে। তবে সূত্র বলছে, ১ ডিসেম্বর সেই দামেও পরিবর্তন আসতে পারে।
দ্বিতীয় পরিবর্তন
যাঁরা অবসরপ্রাপ্ত এবং নিয়মিত পেনশন পাচ্ছেন, তাঁদের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সময়সীমা চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ে এটি জমা না দিলে ১ ডিসেম্বর থেকেই পেনশন বন্ধ হয়ে যেতে পারে। তাই পেনশন যাতে আটকে না যায়, সে জন্য চলতি মাসের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দিয়ে কাজটি সেরে ফেলা জরুরি।
তৃতীয় পরিবর্তন
ইউনিফাইড পেনশন স্কিম (UPS) বেছে নেওয়ার সুযোগ আগেই শেষবারের মতো বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল। অর্থাৎ, এই সরকারি পেনশন স্কিমে যোগ দিতে হলে হাতে আর মাত্র কয়েকটা দিনই সময় আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে ১ ডিসেম্বর থেকে UPS-এর সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন কর্মীরা। তাই স্কিমে যুক্ত হতে চাইলে ৩০ নভেম্বরের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ফেলাই শ্রেয়।
চতুর্থ পরিবর্তন
অন্যান্য বছরের মতোই, চলতি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরেও সিএনজি, পিএনজি এবং জেট ফুয়েলের দামে পরিবর্তন আসতে পারে। সাধারণত প্রতি মাসের শুরুতেই বিভিন্ন তেল সংস্থা প্রাকৃতিক গ্যাস (CNG, PNG) এবং ফুয়েলের দাম পর্যালোচনা করে নতুন হার নির্ধারণ করে থাকে। তাই বর্তমান যে দাম চলছে, তা ১ ডিসেম্বর থেকেই বদলে যেতে পারে। এখন দেখার বিষয়—দাম বাড়বে, নাকি কমবে।
পঞ্চম পরিবর্তন
সরকারের তরফে বহু আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গত অক্টোবর মাসে যাদের টিডিএস কেটে নেওয়া হয়েছে তাদের ধারা 194 আই এ, ধারা 194 আইবি, 194 এস এবং 194 বি ধারার অধীনে প্রমাণ পত্র জমা দিতে হবে। যার শেষ তারিখ 30 নভেম্বর। সেক্ষেত্রে 1 ডিসেম্বর হয়ে গেলে সমস্যা বাড়তে পারে।