রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে গবেষণার দারুণ সুযোগ এসেছে স্নাতক তরুণ-তরুণীদের জন্য(CLRI Recruitment)। কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএসআইআর)-এর বিভিন্ন গবেষণা প্রকল্পে মোট ১৪টি শূন্যপদে নিয়োগ হবে, যেখানে কাজ করতে হবে সিএসআইআর-এর সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে। শুধু স্নাতকই নয়, কিছু প্রকল্পে স্নাতকোত্তররাও আবেদন করতে পারবেন। প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো এবং সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট—এই তিন পদে কর্মী নেওয়া হবে। প্রকল্প অনুযায়ী ৫ মাস থেকে ৩ বছর পর্যন্ত চুক্তিভিত্তিক কাজের সুযোগ মিলবে, আর বয়সসীমা রাখা হয়েছে ২৮ থেকে ৩৫ বছর। গবেষণায় ক্যারিয়ার শুরু করতে চাইলে এই সুযোগ নিঃসন্দেহে অনেক বড়।
স্নাতকেরাও পাচ্ছেন গবেষণার সুযোগ (CLRI Recruitment)
গণিত, রাশিবিজ্ঞান, ডেটা সায়েন্স, লেদার টেকনোলজি, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফ্যাশন ডিজ়াইন, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনফরমেশন টেকনোলজি, জুলজি থেকে ফার্মাসি—এমন বিস্তৃত বিষয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তররা এই গবেষণা প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রার্থীদের দক্ষতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই যোগ্যতা থাকলে প্রস্তুতি শুরু করে দিতে পারেন এখনই।
উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। যাঁরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন, তাঁরা উল্লিখিত পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
আগ্রহীদের সরাসরি পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। এর জন্য আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট-এর চেন্নাই-এর দফতরে ওই পরীক্ষা নেওয়া হবে ২২ ডিসেম্বর। পরীক্ষায় উত্তীর্ণদের ২৩ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা সংস্থার ওয়েবসাইট মারফত জেনে নিতে পারবেন।
