ভূ-রাজনৈতিক সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং বাড়তে থাকা বেকারত্ব—এই তিনটি বিষয় কীভাবে একে অপরের সঙ্গে জড়িত, তা নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে গবেষণাভিত্তিক এক প্রকল্প (Gour Banga University Recruitment)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই গবেষণার ব্যয়ভার বহন করবে একটি কেন্দ্রীয় সংস্থা। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন বলে ইতিমধ্যেই জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ‘রিলেশনশিপ বিটউইন জিওপলিটিক্যাল রিস্কস, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেটস: এভিডেন্স ফ্রম ইন্ডিয়া অ্যান্ড আদার গ্লোবাল ইকোনমিজ়’। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)।
Gour Banga University Recruitment
এই প্রকল্পে মোট চারটি শূন্যপদ রয়েছে—একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং তিনজন ফিল্ড ইনভেস্টিগেটর। নির্বাচিত প্রার্থীদের গবেষণার জন্য তথ্য সংগ্রহ, ডেটা বিশ্লেষণ, মাঠপর্যায়ের সমীক্ষা এবং চূড়ান্ত রিপোর্ট তৈরির মতো বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। বেতনের দিক থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে মাসিক ₹৩৭,০০০, আর ফিল্ড ইনভেস্টিগেটরদের মাসিক ₹২০,000 করে সম্মানিক দেওয়া হবে।
উভয় পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বয়সসীমায় ছাড় রয়েছে। প্রথমত নির্বাচিত প্রার্থীদের ৩ থেকে ৪ মাস কাজ করতে হবে, পরে প্রয়োজন অনুযায়ী আরও কয়েক মাস মেয়াদ বাড়ানো হতে পারে।
যোগ্যতার দিক থেকে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর—দুই পদেই আবেদনকারীদের বাণিজ্য, অর্থনীতি বা ম্যানেজমেন্টে ন্যূনতম ৫৫% নম্বরসহ উত্তীর্ণ হতে হবে। তবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে অতিরিক্তভাবে NET উত্তীর্ণ বা MPhil বা PhD ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
আবেদনের জন্য ইচ্ছুকদের জীবনপঞ্জি (CV)–সহ প্রয়োজনীয় তথ্য মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠাতে হবে। আবেদন গ্রহণের শেষ দিন ৫ ডিসেম্বর। এরপর ১০ ডিসেম্বর দুপুর ১২টা নাগাদ ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
